Advertisement
Advertisement

রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্যারিমোহন মহাপাত্র প্রয়াত

তিনি ওড়িশা জন মোর্চা দলের প্রেসিডেন্টও ছিলেন...

Former Rajya Sabha MP Pyarimohan Mohapatra passes away
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 20, 2017 4:43 am
  • Updated:March 20, 2017 4:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও ওড়িশা জন মোর্চা দলের প্রেসিডেন্ট প্যারিমোহন মহাপাত্রের জীবনাবসান হয়েছে রবিবার রাতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। গত তিন মাস ধরে শারীরিক অসুস্থতা নিয়ে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

রাজ্যসভায় ওড়িশার প্রতিনিধি এই সাংসদ কর্মজীবনের শুরুতে একজন আইএএস অফিসার ছিলেন। ১৯৯০-৯৫ পর্যন্ত বিজু পট্টনায়কের প্রিন্সিপাল সেক্রেটারির পদ সামলেছেন। অনেকেই বলেন, প্রায় দু’দশক ধরে বিজু জনতা দলের মাস্টারমাইন্ড ছিলেন প্যারিমোহন মহাপাত্র। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের প্রধান রাজনৈতিক পরামর্শদাতা ছিলেন তিনি। ২০০৪-এ পা রাখেন রাজ্যসভায়। কিন্তু ২০১২-য় তাঁকে ‘বেইমান’ বলে মন্তব্য করেন নবীন। এদিন তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তাঁর মৃত্যুতে ওড়িশা কংগ্রেসের তরফেও ট্যুইটারে শোকপ্রকাশ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement