সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৭ দিন অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মনমোহন সিং (Manmohan Singh)। গত ১৩ অক্টোবর অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভরতি হয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। রবিবার চিকিৎসকরা তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিলেন।
গত ১৩ অক্টোবর দিল্লির এইমসের (AIIMS) কার্ডিওলজি বিভাগে ভরতি করা হয়েছিল মনমোহন সিংকে। জানা গিয়েছিল, জ্বর এবং দুর্বলতা ছিল তাঁর। কার্ডিওলজির প্রফেশর ডা. নীতিশ নায়েকের নেতৃত্বাধীন চিকিৎসকদের একটি টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি। দিন দশেক আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মনমোহন সিং। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে সুস্থ হতে আরও কয়েকটি হাসপাতালেই থাকতে হবে তাঁকে। অবশেষে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হলে স্বস্তি ফিরল পরিবারে।
Former PM Dr Manmohan Singh, who was admitted to AIIMS, Delhi earlier this month, has been discharged after treatment
(File photo) pic.twitter.com/9wM1wRSWf7
— ANI (@ANI) October 31, 2021
গত এপ্রিলে কোভিড টিকার (Corona vaccine) জোড়া ডোজ নেওয়ার পরও মারণ ভাইরাস থাবা বসিয়েছিল ৮৯ বছর বয়সি প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীরে। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দিন দশেক পরই কোভিড পজিটিভ হন তিনি। একাধিক উপসর্গ নিয়ে তাঁকে ভরতি করা হয় দিল্লির এইমসে। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয় বিশেষ টিম। বয়স নব্বইয়ের কাছাকাছি হওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তাতেই ছিলেন চিকিৎসকরা। তবে ২৯ এপ্রিল করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি।
এবার কার্ডিওলজি বিভাগে তিনি ভরতি হওয়ায় উদ্বেগ বাড়ে দেশবাসীর। তবে এই প্রথম নয়, এর আগে গত বছর মে মাসেও বুকে ব্যথা নিয়ে এইমসে ভরতি হয়েছিলেন মনমোহন সিং। সেবারও কার্ডিও ওয়ার্ডে তাঁর চিকিৎসা হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.