সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশংসাও যে ‘নিন্দা’ হতে পারে তা টের পাচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। লোকসভা ভোটের মধ্যে বেজায় অস্বস্তিতে পড়েছেন তিনি। সম্প্রতি পাকিস্তানের এক প্রাক্তন মন্ত্রী নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে কংগ্রেস (Congress) নেতার একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে বিজেপির (BJP) কড়া সমালোচনা করতে দেখা গিয়েছে রাহুলকে। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসতেই আক্রমণ শানাতে শুরু করেছে মোদি-শাহর দল। গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্যর কটাক্ষ, পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের বন্ধুত্ব আরও স্পষ্ট হয়ে গেল।
ইমরান খানের মন্ত্রিসভার ওই সদস্যের নাম চৌধুরী ফওয়াদ হুসেন। তাঁর আপলোড করা ভিডিওতে দেখা গিয়েছে, রামমন্দির নিয়ে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগছেন রাহুল গান্ধী। রামমন্দির উদ্বোধন নিয়ে সমলোচনা করতে দেখা যায় কংগ্রেস নেতাকে। বক্তৃতায় রাহুলকে বলতে শোনা যায়, বিজেপি সরকার গরিব ও যুবকদের স্বার্থকে দেখছে না। এই বক্তব্যের প্রশংসা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রাক্তন পাক মন্ত্রী। ক্যাপশানে তিনি লেখেন, ‘গর্জে উঠেছেন রাহুল। ভারতে ঠিক কী চলছে স্পষ্ট করে দিয়েছেন। এটি (ভিডিওটি) সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার উপযুক্ত।’
পাক মন্ত্রীর পোস্ট টেনে রাহুল গান্ধীকে তোপ দেগেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ইমরান খানের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ফাওয়াদ হুসেন রাহুল গান্ধীর প্রচার করছেন। কংগ্রেস কি পাকিস্তানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছে?’ মালব্যর আরও কটাক্ষ, ইস্তেহার থেকে শুরু। যাতে মুসলিম লিগের মানসিকতার ছাপ। পাকিস্তানের সঙ্গে কংগ্রেসের বন্ধুত্ব আরও স্পষ্ট হয়ে গেল। এখনও পর্যন্ত এই বিষয়ে প্রতিক্রিয়া দেয়নি কংগ্রেস। তবে দেশের বৃহত্তম বিরোধী দল যে বিরাট অস্বস্তিতে পড়েছে তা বলা বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.