Advertisement
Advertisement
Miss Vizag

ফাঁকা ফ্ল্যাটে অন্য মহিলাকে নিয়ে ফুর্তিতে মত্ত স্বামী! সাংবাদিকদের সঙ্গে নিয়ে হাতেনাতে ধরলেন স্ত্রী

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।

Former Miss Vizag Barges Into Room To Catch Her Husband Red-Handed Sleeping With Another Woman
Published by: Akash Misra
  • Posted:June 1, 2024 9:33 am
  • Updated:June 1, 2024 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  স্ত্রীর নেটওয়ার্কের থেকে বাইরে গেলেই বিপদ। তাই তো পরকীয়া করলেও, যদি চোখ-কান খোলা না থাকে, তাহলে পুরুষদের অবস্থা ঠিক কীরকম হয়, তারই প্রমাণ রয়েছে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া নতুন ভিডিওতে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। ২০১৭ সালে মিস বিশাখাপত্তনম বিজয়ী অভিনেত্রী নক্ষত্রর সঙ্গে বিয়ে করেন তেজা নামে এক ব্যক্তি। যিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। ২০১৩ সালে এক সিনেমার কাজেই তেজার সঙ্গে দেখা হয় নক্ষত্রর। তারপর প্রেম ও বিয়ে। ভালোই কাটছিল সংসার। কিন্তু হঠাৎই নক্ষত্র বুঝতে পারেন, তাঁর স্বামী পরকীয়ায় যুক্ত। ব্যস, সন্দেহর ফলেই ধীরে ধীরে প্রমাণ খোঁজা শুরু করেন নক্ষত্র। উপযুক্ত প্রমাণ হাতে পেয়েই সিদ্ধান্ত নিয়ে নেন, তাঁর স্বামীর কীর্তি ফাঁস করবেন। ব্যস, যেমন ভাবা তেমনই কাজ।

Advertisement

[আরও পড়ুন: শেষদফা ভোটের পরই ভাঙবে মোদির ধ্যান! যোগীর বার্তা, ‘সুফল পাবে দেশ’

সূত্রের খবর, একদিন নক্ষত্র জানতে পারেন, তাঁর স্বামী এক ফাঁকা ফ্ল্যাটে অন্য মহিলার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন। নক্ষত্র তখনই ঠিক করে নেন, ঝোঁপ বুঝে এবার কোপ। সাংবাদিকদের সঙ্গে নিয়েই সেই ফ্ল্যাটে পৌঁছন নক্ষত্র। একেবারে হাতেনাতে ধরে নেন স্বামীকে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই শুরু হয় তুমুল ঝগড়া। পুলিশের কাছে অভিযোগও জমা করেছেন নক্ষত্র। তবে হাতেনাতে ধরলেও, তেজা কিন্তু সব অভিযোগ অস্বীকার করেছেন। সেই ভিডিও এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

[আরও পড়ুন: মাসের শুরুতেই একধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement