Advertisement
Advertisement

Breaking News

Manohar Joshi

অবিভক্ত শিব সেনার প্রথম মুখ্যমন্ত্রী মনোহর যোশী প্রয়াত

হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে যুক্ত মনোহর যোশী বালাসাহেব ঠাকরের ছায়াসঙ্গী ছিলেন।

Former Maharashtra Chief Minister Manohar Joshi died at a Mumbai hospital | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 23, 2024 10:11 am
  • Updated:February 23, 2024 10:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিব সেনা (Shiv Sena) থেকে প্রথমবার মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেছিলেন। শিব সেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের ডানহাত হিসাবে পরিচিত ছিলেন। ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন সেই মনোহর যোশী (Manohar Joshi)। শুক্রবার মুম্বইয়ের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

পরিবার সূত্রে খবর, মনোহর যোশী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। দিন দুই আগে হার্ট অ্যাটাক হয় তাঁর। গত দুদিন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই শুক্রবার শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Advertisement

[আরও পড়ুন: ফের রাজ্যে শুরু তৃণমূল-কংগ্রেস জোট আলোচনা? নয়া ফর্মুলা নিয়ে হাজির খাড়গেরা]

হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে যুক্ত মনোহর যোশী বালাসাহেব ঠাকরের (Balasaheb Thakaray) ছায়াসঙ্গী ছিলেন। মুম্বইয়ের সাধারণ কাউন্সিলর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া মুখের কথা নয়। বালাসাহেবের আস্থাভাজন মনোহর সেই বিরল কৃতিত্বই গড়েছেন। ১৯৯৫ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। অবিভক্ত শিব সেনার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁর আগে রাজ্যের বিরোধী দলনেতাও ছিলেন।

[আরও পড়ুন: রাজ চক্রবর্তীর ছবিতে মিঠুন-ঋত্বিক জুটি? টলিপাড়ায় জোর গুঞ্জন]

তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু মুম্বইয়ের কাউন্সিলর হিসাবে। ১৯৭৬ সালে মুম্বইয়ের মেয়রও হন। মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি ১৯৯৯ সালে লোকসভাতেও নির্বাচিত হন। ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত লোকসভা স্পিকারও ছিলেন। প্রায় ৪০ বছর সক্রিয় রাজনীতিতে ছিলেন মনোহর যোশী। তাঁর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement