সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের (Satyapal Malik) জেড প্লাস (Z-Plus) নিরাপত্তা তুলে নিয়েছে কেন্দ্র। বর্তমানে একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রয়েছেন প্রাক্তন রাজ্যপালের নিরাপত্তার দেখভালে। এই অবস্থায় তাঁর প্রাণ শংসয় হতে পারে বলে আশঙ্কা করছেন সত্যপাল। বরাবর ঠোঁটকাটা একাধিক রাজ্যের রাজ্যপাল সম্প্রতি মন্তব্য করেছেন, তাঁর প্রাণ শংসয় হলে দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার।
২০১৮ সালের ২৩ অগস্ট থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল পদে ছিলেন সত্যপাল মালিক। তিনি রাজ্যপাল থাকাকালীন জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। পরে ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু ও কাশ্মীরকে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। যার ফলে সংবিধানের বিশেষ মর্যাদা হারায় ভূস্বর্গ। যা নিয়ে শোরগোল হয় গোটা দেশে। এই ঘটনায় আন্তর্জাতিক মঞ্চেও জবাবদিহি করতে হয় ভারতকে। প্রকাশ্যে বিরোধিতা করে ‘শত্রুদেশ’ পাকিস্তান। স্থানীয় রাজনৈতিক দলগুলি এখনও ৩৭০ ধারা ফেরানোর দাবিতে সরব। জঙ্গি সংগঠনগুলি এর জেরে নতুন করে ভারতে হামলার হুমকি দেয়। এই অবস্থায় কেন্দ্র জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়ায় তাঁর প্রাণ সংশয় হত পারে বলে আশঙ্কা করছেন কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সত্যপাল বলেন, “বর্তমান আমার নিরাপত্তার জন্য একজন PSO (ব্যক্তিগত নিরাপত্তারক্ষী) রয়েছে। তিনিও গত তিন দিন আসেননি। যে কেউ আমার উপর হামলা চালাতে পারে।” এর পরেই কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের মন্তব্য, “জম্মু-কাশ্মীরের সমস্ত প্রাক্তন রাজ্যপাল যথেষ্ট নিরাপত্তা পেয়েছেন। আমার কিছু হলে তাঁর জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার।”
গেরুয়া শিবিরের লোক হলেও একাধিক বিষয়ে সত্যপাল মালিকের সঙ্গে কেন্দ্রের মতান্তর প্রকাশ্যে এসেছে। মাঝে সত্যপাল মালিক অভিযোগ করেছিলেন, জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন দুটি ফাইলকে ছাড়পত্র দেওয়ার জন্য তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.