সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশ্ন ফাঁস বিতর্কের জের! ইসরোর প্রাক্তন প্রধান ড. কে রাধাকৃষ্ণণের নেতৃত্বাধীন সরকারি প্যানেল একগুচ্ছ সংস্কার-প্রস্তাবের তালিকা প্রকাশ করল নিট ইউজি পরীক্ষা-প্রক্রিয়ার।
সম্ভাব্য নতুন ফরম্যাটে যে যে প্রস্তাব রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে ধাপে ধাপে পরীক্ষা করানো, পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ডিজিটালি দেওয়া এবং ওএমআর শিটে উত্তর রেকর্ড করা প্রভৃতি। পরীক্ষা যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে হয় এবং সর্বোপরি প্রশ্ন ফাঁসের মতো ঘটনা এড়ানো যায়, তা নিশ্চিত করতেই এই প্রস্তাব-তালিকা পেশ করা হয়েছে। গত ২১ অক্টোবর কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছ থেকে দু’সপ্তাহ সময় চেয়ে নিয়েছিল রাধাকৃষ্ণণের নেতৃত্বাধীন প্যানেলের তরফে এই তালিকা পেশ করতে।
প্যানেলের প্রস্তাব অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁস-কারচুপির মতো অনভিপ্রেত ঘটনা এড়াতে নিট ইউজি-র পরীক্ষা পদ্ধতির সংস্কার জরুরি। একে জেইই-র মতো ‘মাল্টি-স্টেজ এগজাম ফরম্যাট’-এ নিয়ে এলে তা আগের তুলনায় নিরাপদ হবে। ‘মাল্টি-স্টেজ এগজাম ফরম্যাট’ অর্থাৎ ধাপে ধাপে পরীক্ষা হওয়া। এছাড়াও প্রস্তাব দেওয়া হয়েছে, নিট ইউজি পরীক্ষা দিতে পারার সংখ্যায় রাশ টানার। এছাড়াও তালিকায় রয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র ডিজিটালি হাতে পাওয়ার প্রস্তাব। এবং উত্তর দেওয়ার ক্ষেত্রেও হাইব্রিড মডেল অনুসরণ করা। পরীক্ষার্থীরা ডিজিটালি প্রশ্নপত্র পাওয়ার পর, ওএমআর শিটে উত্তর ‘মার্ক’ করবেন।
এদিকে নিট ইউজি পরীক্ষা ছাড়াও রাধাকৃষ্ণণের নেতৃত্বাধীন সরকারি প্যানেল সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET) পরীক্ষার পূর্ববর্তী কাঠামো পর্যবেক্ষণ করেছে এবং সেখানেও বেশ কিছু নিয়মনীতি বদলের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে অন্যতম বিষয় সংখ্যায় হ্রাস। বর্তমানে এই পরীক্ষা ব্যবস্থায় ৫০টি বিষয় রয়েছে। পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ছ’বার পরীক্ষা দিতে পারে। প্যানেলের প্রস্তাব, বিষয় সংখ্যা কমিয়ে দেওয়া হলে পরীক্ষা ব্যবস্থা আগের তুলনায় যেমন নিরাপদ বেশি হবে, তেমনই পড়ুয়াদের অ্যাপ্টিটিউড মূল্যায়নও ভালো ভাবে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.