Advertisement
Advertisement

Breaking News

Former Goa MLA Lavu Mamledar leaves Trinamool Congress

যোগদানের ৩ মাসের মধ্যে তৃণমূল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠান তিনি।

Former Goa MLA Lavu Mamledar leaves Trinamool Congress । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 24, 2021 7:33 pm
  • Updated:December 25, 2021 2:12 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ত্রিপুরার পর পশ্চিম ভারতের সৈকত রাজ্য গোয়ায় সংগঠন বিস্তারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বেশ কয়েকবার গোয়ায় ঘুরে এসেছেন। তাঁর হাত ধরে সেখানে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন খ্যাতনামা টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি। গোয়ায় সংগঠন তৈরির ভার সঁপে দিয়েছেন দলের অন্যতম ভরসাযোগ্য সাংসদ মহুয়া মৈত্রর (Mohua Moitra) হাতে। দায়িত্ব পাওয়ার পর থেকে গোয়ার মাটি আঁকড়ে পড়ে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তারই মাঝে তৃণমূল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক-সহ পাঁচজন।

গত সেপ্টেম্বরে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ লুইজিনহো ফ্যালেইরোর সঙ্গে তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক লাবু মামলেদার। সম্প্রতি গোয়ায় গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর সঙ্গে দেখাও গিয়েছিল লাবুকে। আচমকাই শুক্রবার তিনি তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন। লাবুর পাশাপাশি রাম মান্দ্রেকর, কিশোর পারওয়ার, কোমল পারওয়ার এবং সুজয় মালিকও তৃণমূল ছেড়েছেন।

Advertisement

[আরও পড়ুন: দিঘায় বেড়াতে গিয়ে কাঁকড়া খেয়ে মৃত্যু বীরভূমের তরুণীর]

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠিয়ে দলত্যাগের সিদ্ধান্ত জানান লাবু। ভোটকৌশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে চিঠিতে অভিযোগ জানান। তাঁর আরও দাবি, ঘাসফুল শিবিরের নীতির জেরে গোয়াবাসীর ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে। 

AITC

সম্প্রতি গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির হাত ধরেছে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, তা মোটেও ভাল চোখে দেখেননি প্রাক্তন বিধায়ক লাবু। সে কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে রাজ্যসভায় তৃণমূল সাংসদ লুজিনহো ফ্যালেইরোর মতে, লাবুর সিদ্ধান্তে দলের কোনও ক্ষতি হবে না। 

[আরও পড়ুন: বড়দিনে কলকাতায় আরও দুই উৎসব, শুরু হচ্ছে বাংলা সংগীত মেলা ও বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement