সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক ব্যক্তিত্বদের দল এবং ‘রং’ বদলর প্রবণতা একেবারেই নতুন কিছু নয়। নিত্যদিন কোনও না কোনও নেতা এক দল থেকে অন্য দলে যোগ দিচ্ছেন। কিন্তু হরিয়ানার তরুণ নেতা অশোক তানওয়ার দলবদলকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। স্রেফ গত ২ বছরের ৩ বার দল বদলে ফেললেন তিনি।
শনিবার রাজস্থানে গিয়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন হরিয়ানার এই নেতা। বিজেপিতে যোগের আগে তিনি ছিলেন আম আদমি পার্টিতে। একই সঙ্গে রাজস্থানের প্রাক্তন মন্ত্রী রামগোপাল বয়েরওয়া গেরুয়া শিবিরে যোগ দেন। আরও কিছু স্থানীয় নেতা যোগ দেন বিজেপিতে। তবে সবচেয়ে চমকপ্রদ নাম অশোক তানওয়ারেরই।
অশোক তানওয়ার (Ashok Tanwar) রাজনৈতিক কেরিয়ার শুরু করেন যুব কংগ্রেস থেকে। এক সময় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। রাহুল গান্ধীর (Rahul Gandhi) ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। ২০০৯ সালে তিনি হরিয়ানার সিরসা থেকে সাংসদ হন। পরে হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতিও হন। কিন্তু পরে ভুপেন্দ্র সিং হুডার সঙ্গে মতবিরোধের জেরে কংগ্রেসের (Congress) মূল স্রোত থেকে ছিটকে যান। ২০২১-এর নভেম্বর মাসে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি।
যদিও কয়েক মাসের মধ্যেই তৃণমূলে মোহভঙ্গ হয় অশোকের। ২০২২ সালের এপ্রিলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) উপস্থিতিতে আম আদমি পার্টিতে যোগ দেন তানওয়ার। এর আগে মাস কয়েকের জন্য ‘আপনা ভারত মোর্চা’ নামের একটি আলাদা মোর্চাও খুলেছিলেন তিনি। শেষমেশ গিয়ে যোগ দিলেন বিজেপিতে। গত দুবছরে এই নিয়ে তাঁর তৃতীয় দলবদল। নিজের ছোট্ট রাজনৈতিক কেরিয়ারে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালদের সান্নিধ্য পেয়ে গিয়েছেন অশোক। এবার পালা মোদির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.