সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের হয়ে লড়েছেন। উপ মুখ্যমন্ত্রী থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হওয়ার সফর সম্পূর্ণ করেছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল পদও গ্রহণ করেছেন। সাফল্যের সঙ্গে পালন করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর দায়িত্ব। কিন্তু এত কিছুর পরও হালফিলের কংগ্রেসে তাঁর ৮৪ বছর বয়সটা অনেক বেশিই হয়ে গিয়েছিল। তাই ২৯ জানুয়ারি সঙ্গ ছেড়েছিলেন কংগ্রেসের। এরপরই উঠেছিল গুঞ্জন, বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন কংগ্রেস নেতা এস এম কৃষ্ণ।
প্রকাশ্যে কুপিয়ে খুন বিজেপি নেতাকে
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করবেন তিনি। ফোনে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। ১৫ কিংবা ১৬ মার্চই এই যোগদানের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গিয়েছে।
২০১৯-এর লোকসভা ভোটেও উঠবে মোদি ঝড়, বলছেন মার্কিন বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞদের মতে, মাস খানেক ধরেই এই প্রক্রিয়া চলছে। পাঁচ রাজ্যে নির্বাচনের প্রচারের জন্য এতদিন ব্যস্ত ছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী মোদি নিজে উত্তরপ্রদেশের প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। তার ফল মিলেছে। আশাতীত ফল পেয়েছে বিজেপি। সেই কারণেই এস এম কৃষ্ণর যোগদানের প্রক্রিয়াও দ্রুত সেরে ফেলতে চাইছে ভারতীয় জনতা পার্টি।
পারিকরের শপথে স্থগিতাদেশ নয়, নির্দেশ আস্থা ভোটের
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.