Advertisement
Advertisement

Breaking News

RSS

RSS সদর দপ্তরে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি, মোহন ভাগবতের সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে জল্পনা

নাগপুরের ভূমিপুত্র হয়েও এই প্রথম সংঘের সদর দপ্তরে বোবদে।

Former CJA SA Bobde visits RSS head office in Nagpur। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 2, 2021 12:03 pm
  • Updated:September 2, 2021 12:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএস দপ্তরে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে (Sharad Arvind Bobde)। সূত্রের দাবি, মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখাও করেন তিনি। মঙ্গলবার বিকেলে মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুরে (Nagpur) আরএসএস-এর সদর দপ্তরে দু’জনের দেখা হয় বলে সূত্রের দাবি। যদিও দু’জনের ওই বৈঠকের কথা সংঘের তরফে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।

এই প্রথম নাগপুরে আরএসএস সদর দপ্তরে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি শরদ আনন্দ বোবদে। সূত্রের দাবি, মঙ্গলবার বিকেলে সংঘপ্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) সঙ্গে দেখা করেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি। আরএসএস প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ারের পৈত্রিক বাড়িও ঘুরে দেখেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান সাংবাদিক চন্দন মিত্র, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর]

দেশের প্রাক্তন প্রধান বিচারপতি মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। জীবনের একটা বড় অংশ তিনি কাটিয়েছেন নাগপুর আদালতের আইনজীবী হিসাবে। পেশাদার জীবনের বিভিন্ন ধাপ পেরিয়ে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন। কিন্তু নাগপুরে জন্ম ও বেড়ে ওঠা সত্ত্বেও এই প্রথম তিনি সংঘের সদর দপ্তরে গেলেন। তাঁর সংঘের সদর দপ্তরে যাওয়া নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এর আগে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেওয়ার পরে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হয়েছিলেন। তাঁর মনোনয়ন নিয়ে বিরোধীদের দাবি ছিল, এর পিছনে রয়েছে শাসক দল বিজেপির ভূমিকা। উল্লেখ্য, রঞ্জন গগৈ-এর অবসরের পরেই দেশের প্রধান বিচারপতি হয়েছিলেন বোবদে। তাঁর সংঘ-ঘনিষ্ঠতার পিছনে এমন কিছু আছে কিনা তা নিয়ে বাড়ছে গুঞ্জন।

গত এপ্রিলে অবসর নেন বিচারপতি বোবদে। তাঁর অবসরের পরে দেশের প্রধান বিচারপতি হন এনভি রামানা। তাঁর মেয়াদ হবে এক বছর চার মাস। ২০২২ সালের ২৬ আগস্ট পর্যন্ত তিনি ওই পদে থাকবেন।

[আরও পড়ুন: Syed Ali Shah Geelani: প্রয়াত কাশ্মীরের পাকপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub