Advertisement
Advertisement

‘রইস’ শাহরুখ ‘কাপুরুষ’, অভিযোগে ঝড় বলিপাড়ায়

কেন বলিউড বাদশার উপর এত ক্ষুদ্ধ প্রবীণ এই রাজনীতিবিদ?

Former Canadian Minister Called SRK a coward in open letter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 14, 2016 11:40 am
  • Updated:December 14, 2016 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওপেনিং চওড়া ব্যাটেই করেছিলেন৷ কিন্তু বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর৷ মেটানোর চেষ্টাও করেছিলেন এমএনএস প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করে৷ শর্তসাপেক্ষে মিলেছিল মহারাষ্ট্রে ‘রইস’ মুক্তির ছাড়পত্র৷ কিন্তু বলিউড কিং শাহরুখ খানের এই আপস কোনওভাবেই মেনে নিতে পারেননি কানাডার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী উজ্জ্বল দোসাঞ্জ৷ খোলা চিঠিতে বলিউড বাদশাকে ‘কাপুরুষ’ বলে সম্বোধন করেছেন প্রবীণ এই রাজনীতিবিদ৷

চিঠিতে তিনি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার অনৈতিক দাবির কাছে মাথা নত করার জন্য এসআরকে’র তীব্র সমালোচনা করেছেন৷ উজ্জ্বল জানিয়েছেন, মাহিরা খানকে তিনি চেনেন না৷ কিন্তু, শাহরুখ নিশ্চয়ই তাঁর মধ্যে এমন কোনও প্রতিভা দেখেছিলেন, যার জন্য তিনি মাহিরাকে ‘রইস’-এর নায়িকা হিসেবে বেছেছিলেন৷ তাহলে কেন বলিউডের কিং হয়ে তিনি এমএনএস-এর গুন্ডাদের সামনে এভাবে কাপুরুষোচিত আত্মসমর্পণ করেছেন৷

Advertisement

ভারতীয় বংশোদ্ভূত দোসাঞ্জ জানিয়েছেন, এর আগেও তিনি শাহরুখের বাকস্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন৷ কিন্তু এখন তাঁর এই আপস তিনি মেনে নিতে পারছেন না৷ শাহরুখের এই পদক্ষেপ বহু ভারতবাসীর মনে আঘাত দিয়েছে বলে তিনি মনে করেন৷ শাহরুখের সত্যনিষ্ঠা নিয়েও প্রশ্ন তুলেছেন কানাডার প্রাক্তন মন্ত্রী৷ এমনকী, চিঠিতে বলিউড বাদশাকে ‘ভিখারি’ বলেও উল্লেখ করেছেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement