ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুর্সি হারানোর পর এবার বিপাকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তাঁর বিরুদ্ধে দায়ের হল খুনের চেষ্টার অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও দুই আইপিএস আধিকারিক ও দুই প্রাক্তন আধিকারিকের বিরুদ্ধে একই অভিযোগে এফআইআর দায়ের করেছে চন্দ্রবাবু নাইডুর পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, মাসখানেক আগে ইমেল মারফত প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন টিডিপি বিধায়ক রঘুরাম কৃষ্ণ রাজু। তাঁর অভিযোগের ভিত্তিতে আইনি পরামর্শ নেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যে ৭টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার নগরপালম থানায় এফআইআর দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। রাজুর অভিযোগ, পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁর উপর অকথ্য অত্যাচার এমনকী খুনের চেষ্টা করা হয়।
২০২১ সালের মে মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী জগনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাজুকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে সে সময় রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়। অভিযোগ তোলা হয়, মুখ্যমন্ত্রী-সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিল ৬২ বছর বয়সি রাজু। তবে সম্প্রতি পুলিশের কাছে রাজু অভিযোগ জানিয়েছেন, সম্পূর্ণ মিথ্যে মামলায় অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল আমাকে। রাজুর অভিযোগ, সে সময় তাঁকে হায়দরাবাদে গ্রেফতার করার পরে প্রিজন ট্রানজিট ওয়ারেন্ট না মেলায় গুন্টুর জেলা সিআইডির দফতরে পাঠানো হয়েছিল। অভিযোগ, সেখানে তৎকালীন সিআইডি প্রধান পিভি সুনীল কুমার, আর এক আইপিএস অফিসার পি সিতারামঞ্জনেয়ুলুর নেতৃত্বে অত্যাচার করা হয় তাঁর উপর। রাজুর অভিযোগ, জগনের বিরুদ্ধে মন্তব্য করা বন্ধ না করলে খুন করারও হুমকি দেওয়া হয়েছিল তাঁকে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচন হয়েছিল অন্ধ্রপ্রদেশে। এই নির্বাচনে জগনমোহনের ওয়াইএসআর কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় এসেছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি। ক্ষমতা বদলের পর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল চন্দ্রবাবুর পুলিশ। তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি নিজেও টিডিপি বিধায়ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.