Advertisement
Advertisement

চপার কেলেঙ্কারিতে গ্রেফতার প্রাক্তন বায়ুসেনা প্রধান

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি প্রমাণিত হওয়ার পরই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওযা হয়৷

Former Air Chief SP Tyagi Arrested By CBI In Chopper Scam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 9, 2016 8:44 pm
  • Updated:December 9, 2016 8:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগাস্টা চপার কেলেঙ্কারিতে এবার প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীকে গ্রেফতার করল সিবিআই৷ প্রায় ৩৭০০ কোটি টাকার এই কেলঙ্কারিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি প্রমাণিত হওয়ার পরই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়৷

রাজনৈতিক নেতাদের প্রভাবিত করে অগাস্টা ওয়েস্টল্যান্ডকে অনৈতিকভাবে চুক্তি  পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তখনকার বায়ুসেনা প্রধান ত্যাগীর বিরুদ্ধে৷ সিবিআই এর আগে মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে৷ তাঁদের মধ্যে ছিলেন ত্যাগীও৷ জানা গিয়েছিল, চপারগুলির ওড়ার উচ্চতা কমিয়ে দেন ত্যাগী৷ তার ফলেই চুক্তি পেয়ে যায় অগাস্টা৷  তাঁর খুড়তুতো ভাই বায়ুসেনার পরবর্তী প্রধান হতে চলেছেন নিশ্চিত জেনেই এই চুক্তিতে মাথা গলান ত্যাগী৷ এক দালালের হাত ধরেই কেলেঙ্কারিতে তিনি জড়িয়ে পড়েন বলে অভিযোগ৷ তার ভিত্তিতেই এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন তিনি৷ যদিও ত্যাগী এখনও এ অভিযোগ অস্বীকার করছেন৷ জানাচ্ছেন, উড়ানের উচ্চতা কমানোর সিদ্ধান্ত তাঁর একার নয়৷ আরও নানা বিভাগ একসঙ্গে বসেই সে সিদ্ধান্ত অনুমোদন করেছিল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement