Advertisement
Advertisement

Breaking News

Russia Ukraine war

Russia-Ukraine War: ‘ভারত শান্তির পক্ষে, এখনই বন্ধ হোক যুদ্ধ’, ইউক্রেন-রাশিয়া নিয়ে লোকসভায় বিবৃতি বিদেশমন্ত্রীর

রাষ্ট্রসংঘেও বুচা হত্যাকাণ্ডের নিন্দা করেছে ভারত।

Foreign Minister Jaishankar says India Has Chosen Side Of Peace on Russia Ukraine war | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 6, 2022 2:24 pm
  • Updated:April 6, 2022 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) জেরে টালমাটাল বিশ্বের রাজনীতি। এমন পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বিভিন্নক্ষেত্রে দেখা গিয়েছে, আন্তর্জাতিক মঞ্চে ভারত রাশিয়ার (Russia) বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। যা দেখে আন্তর্জাতিক রাজনৈতিক মহল বলছে, ভারতের অবস্থান রাশিয়া ঘনিষ্ঠতার পরিচয় দিচ্ছে। এমন পরিস্থিতিতে বুধবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে সংসদে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (FM S Jaishankar)। বললেন, “ভারত শুধুমাত্র শান্তির পক্ষে। যত দ্রুত সম্ভব হিংসা থামানো হোক।”

এদিনই রাষ্ট্রসংঘে ইউক্রেনের বুচা (Bucha Killing) শহরের গণহত্যার তীব্র নিন্দা করেছে ভারত। দাবি করেছে স্বাধীন তদন্তেরও। এর পরই সংসদে দাঁড়িয়ে রাশিয়া-ইউক্রেন বিবাদ নিয়ে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী। সংসদে জয়শংকর বলেন, “ভারত কূটনৈতিকভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে এখনই রক্তক্ষয়ী এই হিংসা বন্ধ হয়। ইউক্রেন-রাশিয়ার মধ্যে আলোচনার পক্ষে সওয়াল করছি আমরা। চেষ্টা করছি যাতে দু’দেশের প্রেসিডেন্টদের মধ্যে আলোচনা শুরু হয়। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi) এ বিষয় নিয়ে দুজনের সঙ্গে কথা বলেছেন।”

Advertisement

[আরও পড়ুন: একাধিক পরীক্ষার পর অনুব্রত মণ্ডলকে ভরতির সিদ্ধান্ত SSKM-এর চিকিৎসকদের]

যুদ্ধের আবহেই ভারত সফরে এসেছিলেন রুশ বিদেশমন্ত্রী সেরগেও লাভরভ। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। এপ্রসঙ্গে লোকসভায় দাঁড়িয়ে ভারতীয় বিদেশমন্ত্রী সংযোজন, “রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেও লাভরভ যখন দিল্লিতে এসেছিলেন তাঁকেও এই বার্তা দেওয়া হয়। যদি ভারত এ বিষয়ে কোনও সহায়তা করতে পারে, তাহলে নিশ্চয়ই নির্দিষ্ট ভূমিকা পালন করব আমরা।”

 

বলে রাখা ভাল, এক মাসেরও বেশি সময় ধরে চলা রুশ হামলার মুখে এই প্রথম কিয়েভের আশপাশের ৩০টি শহর ও গ্রামের দখল নিতে পেরেছে ইউক্রেনের ফৌজ। তারপরই হানাদার বাহিনীর হাত থেকে উদ্ধার হওয়া এলাকাগুলির ভয়াবহ ছবি জনসমক্ষে উঠে আসছে। রবিবারই ইউক্রেনের বুচা শহরে রুশ ফৌজের অত্যাচারের ভয়াবহতা দেখে কেঁপে ওঠে বিশ্ব। এমন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘে বিবৃতি দিয়েছে ভারত। এবার সংসদে দাঁড়িয়েও বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী। 

[আরও পড়ুন: গত ৩ বছরে রাজ্যের সিনেমা হলগুলিতে ক’টা বাংলা ছবি দেখানো হয়েছে? রিপোর্ট চাইল নবান্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement