Advertisement
Advertisement

Breaking News

সমালোচনা

‘ভারতের আত্মার জন্য ক্ষতিকর’, মোদির জয়কে কটাক্ষ একাধিক বিদেশি সংবাদমাধ্যমের

বিদেশি সংবাদপত্রগুলির সমালোচনাকে অনেকে জনরায়ের অবমাননা বলে মনে করছেন৷

Foreign Media criticise Modi's big win and raise questions
Published by: Sucheta Sengupta
  • Posted:May 24, 2019 5:43 pm
  • Updated:May 24, 2019 5:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশবাসীর বিপুল জনসমর্থন নিয়ে দ্বিতীয়বারের জন্য দিল্লির কুরসিতে বসছেন নরেন্দ্র মোদি৷ তাঁকে ঘিরে আগামী ৫ বছর কাজ করবে এনডিএ নেতৃত্বাধীন মন্ত্রিসভা৷ ২০১৪-র পর এবছরও গেরুয়া আবেগে ভর করে জনগণের হৃদয় জয় করেছে বিজেপি৷ এখনও মোদিময় দেশের আবহাওয়া৷ তাঁর জয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷ কিন্তু মোদির দ্বিতীয়বার আগমনকে বেশ নেতিবাচক চোখে দেখছে বিদেশি সংবাদমাধ্যমগুলি৷ তাদের বিশ্লেষণ, ভারতের পক্ষে আগামীতে দুর্দিন আসছে৷

[ আরও পড়ুন: চার্ম ফিকে চামলিংয়ের, বাইচুংকে পাত্তাই দিল না সিকিম]

‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় সম্পাদকীয় পাতার শিরোনাম হয়েছে এভাবেই, ‘হাউ নরেন্দ্র মোদি সিডিউসড ইন্ডিয়া উইথ এনভি অ্যান্ড হেট’৷ যার বাংলা করলে দাঁড়ায়, কীভাবে হিংসা ও ঘৃণা দিয়ে ভারতকে বশ করলেন মোদি৷ এর চেয়ে বড় অবমাননাকর মন্তব্য বোধ হয় আর কিছু নয়৷ যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মোদির বন্ধুসম এবং জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট নিজে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন, সেখানে প্রথম সারির মার্কিন সংবাদপত্রের এমন নেতিবাচক বিশ্লেষণে অনেকেই হতবাক৷

Advertisement

‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার সম্পাদকীয় লাইন একেবারে স্পষ্ট৷ লেখা হয়েছে, ভারতের আত্মার জন্য ক্ষতিকর৷ বলা হয়েছে, ‘বিশ্ব এমন কোনও জনপ্রিয় জাতীয়তাবাদী নেতাকে চায় না, যিনি সবটা ব্যবসায়িক স্বার্থে দেখবেন এবং সংখ্যালঘুদের দেশের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখবেন৷’ লোকসভা নির্বাচনের খবর করতে গিয়ে এই পত্রিকা অধিকাংশটাই আলোকপাত করেছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দিকে৷ কীভাবে আমেঠিতে গান্ধী পরিবার নিজের গড় হারাল, তা নিয়েই প্রকাশিত হয়েছে তিনটি প্রতিবেদন৷

[ আরও পড়ুন: দুই রোগীর নামে মিল, বিভ্রান্তির জেরে কানের বদলে হার্নিয়া অপারেশন]

পাকিস্তানের বিখ্যাত ‘ডন’ পত্রিকায় লেখা হয়েছে, ভোটের পর মোদি নিজের মুসলিম-বিরোধী, পাকিস্তান-বিরোধী ভাবমূর্তি স্বচ্ছ করবেন বলে আশা করা হচ্ছে৷ সাউথ চায়না মর্নিং পোস্টও কর্মসংস্থানের বিষয়টি তুলে ধরে মোদির জয় নিয়ে সংশয় প্রকাশ করেছে৷ বলা হচ্ছে, অর্থনীতির কোনও অগ্রগতি না থাকা সত্ত্বেও কেন ভারতবাসীকে মোদিকে ভোট দিলেন৷ কাজেই, এমনই নানা নেতিবাচক মন্তব্য নিয়েই বিদেশি সংবাদমাধ্যমগুলি বিঁধেছে মোদিকে৷ এর বিরোধিতা করে অনেকেই বলছে, দেশের মানুষের রায়কে এভাবে নেতিবাচক সমালোচনার মুখে ফেলে আসলে দেশবাসীকেই অপমান করতে চাইছে ওই বিদেশি পত্রিকাগুলি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement