Advertisement
Advertisement

Breaking News

কানপুরের ট্রেন দুর্ঘটনার নেপথ্যে রয়েছে সীমান্তপারের জঙ্গিদের হাত: মোদি

শুধু পাক মদতপুষ্ট আইএসআই নয় দাউদ ইব্রাহিমও এই ষড়যন্ত্রে জড়িত বলে সন্দেহ গোয়েন্দাদের৷

Foreign hand behind Kanpur Train Accident, says Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 24, 2017 12:54 pm
  • Updated:February 24, 2017 12:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দিনের আলো তখনও ফোটেনি৷ ভোরের কুয়াশা চিরে স্থানীয় বাসিন্দাদের কানে পৌঁছেছিল আর্ত চিৎকার৷ ছুটে এসে দেখা যায় বেলাইন হয়ে পড়ে রয়েছে ইন্দৌর-পাটনা এক্সপ্রেসের কামরাগুলি৷ নভেম্বর মাসে কানপুরের ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা মানুষের মনে৷ অন্তত ১৫০ যাত্রী প্রাণ হারিয়েছিলেন সেই মর্মান্তিক ঘটনায়৷

নীতি পুলিশের হাতে হেনস্তার শিকার, অপমানে আত্মঘাতী যুবক

Advertisement

কিন্তু সেই ঘটনা মোটেও দুর্ঘটনা ছিল না, ছিল নাশকতা৷ উত্তরপ্রদেশের গোন্দা এলাকায় প্রচার করতে গিয়ে এই কথা বললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন মোদি জানান, দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে কয়েকজন ধরা পড়েছে৷ ধৃতদের কাছ থেকেই জানা গিয়েছে, কানপুরের ট্রেন লাইনচ্যুত হওয়ার নেপথ্যে সীমান্তপারের জঙ্গিদের হাত রয়েছে৷

‘নমস্তে গ্যাং’-এর আতঙ্কে ত্রস্ত রাজধানী

সম্প্রতি সামশুল হোডা নামে এক নেপালের বাসিন্দাকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ জানা গিয়েছে, নেপালের ওই বাসিন্দার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আইএসআই ও দাউদ ইব্রাহিমের৷ ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে৷ তাদেরও পাকিস্তান যোগ স্পষ্ট৷ শুধু পাকিস্তান নয় ,মালয়েশিয়া এবং আরব আমিরশাহিতেও জাল বিস্তার করেছিল এই জঙ্গিরা৷ সেই প্ররিপ্রেক্ষিতেই শুক্রবার মোদি কানপুরের ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করেছেন৷

প্যারাগ্লাইডার বানিয়ে তাক লাগলেন এই স্কুলছুট যুবক

তবে প্রধানমন্ত্রী এই বক্তব্যকে সমর্থন করেননি উত্তরপ্রদেশের ডিজিপি জাভেদ আহমেদ৷ তাঁর দাবি, সরকারি তদন্তের প্রাথমিকভাবে তেমন কিছু উঠে আসেনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement