Advertisement
Advertisement

‘মুসলিম নই, তবু আজান শুনে রোজ সকালে ঘুম ভাঙবে কেন?’

বিস্ফোরক মন্তব্য জনপ্রিয় গায়ক সোনু নিগমের।

Forced to hear cacophonic Azaan daily, Tweets Sonu Nigam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 17, 2017 5:24 am
  • Updated:April 17, 2017 8:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিচ্ছা সত্ত্বেও প্রতিদিন আজানের শব্দে ঘুম ভেঙে যায়। বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম এই অভিযোগে একের পর বিস্ফোরক ও বিতর্কিত টুইট করলেন সোমবার। তাঁর বক্তব্য, এই প্রথা ধর্মের নামে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে।

সোনু নিগমের বক্তব্য, “আমি মুসলিম নই, তবু রোজ আজানের শব্দে আমার ঘুম ভেঙে যায়। ধর্মের নামে এই জুলুম কবে বন্ধ হবে এ দেশে?

Advertisement

[নৌসেরায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ পাক সেনার]

স্থানীয় মসজিদের মাইক থেকে তারস্বরে ভেসে আসে আজানের শব্দ। এর প্রতিবাদেই গায়ক টুইটারে লিখেছেন, “মহম্মদ যখন ইসলাম ধর্মের প্রবর্তন করেছিলেন, আশা করি সেই সময় বিদ্যুৎ ছিল না।” প্রকারন্তরে, মাইকে আজান শোনানোর যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

অপর একটি টুইটে তিনি লিখেছেন, “আমার মনে হয় না কোনও মন্দির বা গুরুদ্বার কেউই ইলেকট্রিসিটি ব্যবহার করে মানুষের ঘুম ভাঙায় বলে!”

কার্যত জোর করে ধর্মীয় অনুশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন গায়ক। তিনি একে ‘গুন্ডাগিরি’ বলেও মন্তব্য করেছেন টুইটারে। ইতিমধ্যেই মাইক্রোব্লগিং সাইটে সোনুর এই টুইট সিরিজ ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে গিয়েছে।

[“মুসলিমদের আচরণ নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই হিন্দুদের”]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement