Advertisement
Advertisement

সমকামী সম্পর্কে জড়াতে চাপ সিনিয়রদের, আত্মহত্যা একাদশ শ্রেণির ছাত্রীর

স্কুলের হস্টেলে চলত অকথ্য মানসিক নির্যাতন...

forced in lesbian affair, class XI student ends life

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 5:37 am
  • Updated:February 6, 2017 5:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাদশ শ্রেণির এক ছাত্রীকে বারবার সমকামী সম্পর্কে জড়াতে চাপ দিচ্ছিল ওই স্কুলেরই আরও দুই ছাত্রী৷ শেষমেশ সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিল ওই ছাত্রী৷ মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে চন্ডিগড়ের একটি আবাসিক গার্লস স্কুলে৷ পুলিশ দুই অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় আটক করেছে৷

পুলিশ সূত্রের খবর, গত শুক্রবার স্কুলের হস্টেলে সিলিং থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে৷ মৃতার বাড়ি পানিপত জেলায়৷ হস্টেলের ওই ঘরে আক্রান্ত ছাত্রীটির সঙ্গেই থাকত তার দিদি৷ দিদির অভিযোগের ভিত্তিতেই দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ৷ যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই দুই ছাত্রী যথাক্রমে একাদশ ও বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী৷

Advertisement

এএসআই লখবীর সিং জানিয়েছেন, একাদশ শ্রেণির ছাত্রীটির সঙ্গে ‘লেসবিয়ান’ সম্পর্কে জড়ানোর জন্য বারবার চাপ দিচ্ছিল ওই দুই অভিযুক্ত, যাদের মধ্যে একজন সিনিয়রও রয়েছে৷ আক্রান্ত ছাত্রীটির উপর অকথ্য মানসিক নির্যাতনও করা হচ্ছিল বলে অভিযোগ৷ ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিনরাত অশ্লীল মেসেজ পাঠানো হত তাঁর বোনকে, জানিয়েছেন মৃতার দিদি৷ তিনি ওই আবাসিক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ এনেছেন৷

যদিও স্কুল কর্তৃপক্ষ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে৷ তাদের দাবি, ছাত্রীটির উপর মানসিক নির্যাতনের অভিযোগ পেয়েই তাকে দিদির সঙ্গে রুম শেয়ার করে থাকতে বলা হয়৷ পুলিশ এখন অভিযোগকারী ও অভিযুক্ত- দু’পক্ষেরই বয়ান যাচাই করে ঘটনার শিকড়ে পৌঁছতে চাইছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement