Advertisement
Advertisement

Breaking News

Crime

জোর করে শারীরিক সম্পর্কের জের, এক কোপে স্বামীর যৌনাঙ্গ কাটলেন স্ত্রী

দাম্পত্য কলহের ভয়ংকর রূপ দেখল মধ্যপ্রদেশের টিকামগড়।

Force to have sex, Madhya Pradesh woman chops off husband's genitals | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 14, 2021 12:37 pm
  • Updated:December 14, 2021 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্য কলহের ভয়ংকর রূপ দেখল মধ্যপ্রদেশের টিকামগড় (Tikamgarh in Madhya Pradesh)। জোর করে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলেন স্বামী, তাতেই খড়গহস্ত হলেন স্ত্রী। এক কোপে কেটে নিলেন স্বামীর যৌনাঙ্গ। ঘটনার পর অস্ত্রপচার হয়েছে স্বামীর। এদিকে স্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্ত্ শুরু করেছে পুলিশ।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে চলতি মাসের ৭ তারিখে। তবে গুরতর আহত স্বামী খানিকটা সুস্থ হওয়ার পর সোমবার স্থানীয় জাতারা পুলিশ স্টেশনে (Jatara Police Station) এসে তাঁর বছর চব্বিশের স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। স্বামীর অভিযোগ, তিনি বিবাহিত স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলেন, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্ত্রী। এবং তাঁর যৌনাঙ্গে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয়। যদিও স্বামীর বিরুদ্ধে অভিযোগ, তিনি স্ত্রীর সঙ্গে জোরপূর্বক সঙ্গম করতে চেয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশের মাদ্রাসায় ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত শিক্ষকের যৌনাঙ্গ কাটল নির্যাতিত কিশোর]

জাতারা পুলিশ স্টেশনের আধিকারিক ত্রিবেন্দ্র ত্রিবেদী (Trivendra Trivedi) জানিয়েছেন, “এই দম্পতির বিয়ে হয় ২০১৯ সালে। মাঝে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি হয়। ফলে তাঁরা আলাদা থাকছিলেন বেশ কিছুটা সময়। তবে সম্প্রতি নিজেদের মিটমাট করে ফের একসঙ্গে থাকতে শুরু করেন।এর মধ্যেই ঘটে গেল বিপত্তি।

পুলিশ আধিকারিক ত্রিবেন্দ্র ত্রিবেদী জানিয়েছেন, স্ত্রীর বিরুদ্ধে দেরি করে অভিযোগ করার কারণ, ঘটনার পর গরুতর আহত স্বামী হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর যৌনাঙ্গে একটি অস্ত্রপচারও হয়েছে। সোমবার স্বামীর অভিযোগের ভিত্তিতে স্ত্রীর বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে যৌনাঙ্গে আঘাত করার মামলা দায়ের হয়েছে। স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: এ কেমন মা! যৌনাঙ্গ কেটে নিজের সন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা]

প্রসঙ্গত, কয়েক বছর আগে পাঞ্জাবের জলন্ধরের একটি ঘটনায় স্বামীর যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল স্ত্রীর বিরুদ্ধে। সেক্ষেত্রে কারণ ছিল স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ।যা জানতে পেরে স্বামীকে চরম শাস্তি দেন দিয়েছিলেন স্ত্রী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement