Advertisement
Advertisement

Breaking News

sexual harassment

এবার ধর্ষণের অভিযোগ জানাতে পারবেন ছাত্ররাও

ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে দোষ প্রমাণিত হলে বরখাস্ত করা হতে পারে আর শিক্ষাকর্মী বা শিক্ষকদের ক্ষেত্রে চাকরির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে৷

Male Students Can Now Lodge Sexual Harassment Complaints
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2016 8:55 pm
  • Updated:April 8, 2019 12:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ৷ কথাটা শুনলেই বেশিরভাগ মানুষের মনে অবলা কোনও নারীচিত্রই ভেসে ওঠে৷ কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে পুরুষরাও ধর্ষণ বা লাঞ্ছনার শিকার হন৷ আর বেশিরভাগ ক্ষেত্রে বিচারের বঞ্চনারও৷

ভারতে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের যতই বলিষ্ঠ দেখানো হোক না কেন, শারীরিক হেনস্তার শিকার তাঁদেরও হতে হয়৷ শিক্ষাক্ষেত্রে এর হার বেশি বই কম নয়৷ এতদিন শুধু মহিলাদেরই এর বিরুদ্ধে অভিযোগ জানানোর অধিকার ছিল৷ কিন্তু, এবারে পুরুষদেরও সমানাধিকার দিতে চলেছে ইউজিসি৷ এই প্রথমবার পুরুষ ছাত্র, শিক্ষাকর্মীরাও যৌন নিগ্রহের অভিযোগ জানাতে পারবেন৷

Advertisement

বেশ কড়াভাবেই পালন করা হবে এই নিয়ম –

  • নিগৃহিত ছাত্রকে নিগ্রহের তিন মাসের মধ্যে অভিযোগ দায়ের করতে হবে৷
  • ইউজিসির নিয়ম অনুযায়ী নিগৃহিত পড়ুয়ার হয়ে বন্ধু, সহকর্মী, আত্মীয়, সহপাঠি বা মনোবিদ অভিযোগ জানাতে পারেন যদি তাঁর শারীরিক বা মানসিক পরিস্থিতি খুবই খারাপ হয়৷
  • অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা খতিয়ে দেখার জন্য কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে কমিটি গঠন করা হবে৷
  • সমস্ত অভিযোগ ৩০ দিনের মধ্যে খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে৷

যদি কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয় এই নিয়ম মানতে অস্বীকার করে তবে কোপ পড়তে পারে তাদের বরাদ্দ অর্থের পরিমানে৷ ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে দোষ প্রমাণিত হলে বরখাস্ত করা হতে পারে আর শিক্ষাকর্মী বা শিক্ষকদের ক্ষেত্রে চাকরির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে৷ তবে, ভুয়া অভিযোগ করলে অভিযোগকারীর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement