সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা সাত মাস ধরে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল ১৮ জনের বিরুদ্ধে৷ পুলিশকে বছর ১৩-র ওই মেয়েটি জানিয়েছে, সহ্য করতে না পেরেই অবশেষে মুখ খুলেছে সে৷ অভিযোগ, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে দিনের পর দিন তাকে লালসার শিকার করেছে তাঁরই স্কুলের প্রধান শিক্ষক-সহ আরও দুই শিক্ষক ও ১৫ জন ছাত্র৷
[তৃণমূল নাকি বাম কারা যোগ্য জোটসঙ্গী? প্রদেশ নেতাদের মন পড়লেন রাহুল]
Bihar: A class 9th student of a private school in Saran district has alleged that she was raped by 18 people including the school Principal, teachers and fellow students for the last seven months.Police have arrested the Principal, two students and a teacher so far. pic.twitter.com/tfqlmZiiaD
— ANI (@ANI) July 7, 2018
ঘটনাটি, বিহারের ছাপরা জেলার পারসগড়ের৷ পুলিশকে দেওয়া বয়ানে নির্যাতিতা জানিয়েছে, তাঁর উপর প্রথম অত্যাচার শুরু হয় গত বছরের ডিসেম্বরে৷ তখন বাড়ির একমাত্র অভিভাবক, অর্থাৎ তাঁর বাবা ছিল না৷ কোনও একটি কারণে তাঁর বাবার জেলে হয়ে যায়৷ আর সেই সুযোগেই এই কাজ করতে শুরু করে অভিযুক্তরা৷ মেয়েটির জানায়, প্রথমে স্কুলেই তার উপরে অত্যাচার চালায় স্কুলের একজন সিনিয়র ছাত্র৷ পরে, তাঁর সঙ্গে যুক্ত হয় আরও চার থেকে পাঁচ জন৷ ধীরে ধীরে সংখ্যাটা ১৫ জনে পৌঁছে যায়৷ এখানেই শেষ নয় ছাত্রীটি জানায়, একই ভাবে স্কুলের প্রধান শিক্ষক-সহ আরও দুই শিক্ষকের লালসার শিকার হতে হয় তাঁকে৷ প্রত্যেকেই তাঁকে ভয় দেখিয়ে রাখত৷ মুখ খুললেই প্রাণনাশের হুমকি মিলত৷
[খ্রিস্টানদের নিয়ে উসকানিমূলক মন্তব্য, বিতর্কে বিজেপি সাংসদ]
নির্যাতিতার বক্তব্য, কার্যত ভয়ে কুঁকড়ে গিয়েছিল সে৷ এমন সময় জেলের সাজা শেষ করে কয়েকদিন আগেই মুক্তি পায় তার বাবা৷ বাবাকে কাছে পেয়ে নিজের মনের কথা উগড়ে দেয় সে৷ বাবার বক্তব্য, মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অমানবিক অত্যাচার সহ্য করতে পারেনি সে৷ গতকালই তিনিই মেয়েকে নিয়ে স্থানীয় একমা থানার পুলিশের দ্বারস্থ হন৷ সেখানে অভিযোগ দায়ের করেন৷ বয়ানে মোট ১৮ জন অভিযুক্তের নাম উল্লেখ করে নির্যাতিতা৷ পুলিশ জানিয়েছে, এমন ভয়াবহ ঘটনার অভিযোগ আসায় প্রথমে একটু অবাক হলেও প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে তদন্ত৷ ইতিমধ্যেই স্কুলের প্রধান শিক্ষক-সহ আরও এক শিক্ষক ও দু’জন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বাকিদের খোঁজে তদন্ত চলছে৷ পুলিশই অভিযোগের পাশাপাশি, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.