সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের বদলে দশ। ভারতের এক জওয়ান শহিদ হলে দশ পাক সৈন্যের মাথা কেটে আনা হোক। পাকিস্তানকে এভাবেই কড়া হুঁশিয়ারি দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
I want, if one of our jawans dies, 10 of their’s must die, that is how I look at life: Punjab CM Amarinder Singh on ceasefire violations by Pakistan pic.twitter.com/MBcYZYLeYP
— ANI (@ANI) January 18, 2018
নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাক রেঞ্জারস। লাগাতার হামলা চালানো হচ্ছে ভারতীয় সেনার ঘাঁটি লক্ষ্য করে। যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। এই প্রসঙ্গেই বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন অমরিন্দর। তাঁর গলায় শোনা যায় প্রতিশোধের সুর। পাক সন্ত্রাসীদের হানা ও মাদক পাচারের শিকার পাঞ্জাব। গত বছর সীমান্ত পেরিয়ে গুরদাসপুরের একটি থানায় হামলা চালায় পাক জঙ্গিরা। এমনই পরিস্থিতিতে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করছেন, আলোচনায় নয় সন্ত্রাসের জবাব বন্দুকের মাধ্যমেই দেওয়া হোক। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা কড়া পদক্ষেপ নিক ভারতীয় সেনা। তাঁর দাবি, আমাদের এক জওয়ানের প্রাণের বদলে নিকেশ করা হোক দশ পাক সেনাকে।
We retaliated effectively which led to damage on that (Pakistan) side. BSF never starts it but when they do, we make sure we take strong action. Martyrdom of Head Constable A Suresh will not go in vain: KK Sharma, DG BSF on ceasefire violation by Pakistan #JammuAndKashmir pic.twitter.com/QEaSijhEph
— ANI (@ANI) January 18, 2018
১৯৬৫-র ভারত-পাক যুদ্ধে সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন অমরিন্দর। সেবার প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ‘জয় জওয়ান জয় কিসান’ হুঙ্কারে কেঁপে উঠেছিল আয়ুব খানের পাকিস্তান। একপ্রকার ভারতের পায়ে ধরে সেবারে অস্তিত্ব টিকিয়ে রাখে ওই দেশ। তবে চরম শিক্ষা পেলেও নিজেদের শুধরে নেয়নি পাকিস্তান। লাগাতার সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে পাক বাহিনী। এদিন সকালেই জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টরে হামলা চালায় পাক রেঞ্জাররা। প্রত্যুত্তর দেয় বিএসএফ। ওই হানায় শহিদ হয়েছেন এ সুরেশ নামের এক জওয়ান। বিএসএফ-এর ডিজি কে কে শর্মা জানান, জওয়ানের বলিদান বৃথা যাবে না। তিনি আরও জানান, পালটা আঘাত হেনে পাকিস্তানের বেশ কয়েকটি বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছে বিএসএফ।
[দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর ইঙ্গিত সেনাপ্রধান রাওয়াতের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.