সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নেতিবাচক উদ্দেশ্যে যে জোট তৈরি হয় তা সফল হয় না।’ মঙ্গলবাসরীয় সন্ধেয় এনডিএ’র বৈঠকে এভাবেই বিরোধী জোটকে আক্রমণ করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। সেই সঙ্গে তাঁর দাবি, দেশে সুস্থির সরকার এনডিএ-ই একমাত্র দিতে পারে। তাঁর কথায়, ”এনডিএ’র কাছে দেশ প্রথম, দেশের প্রতিরক্ষা প্রথম, উন্নতি প্রথম এবং মানুষের ক্ষমতা প্রথম।”
এদিন দুপুরে বেঙ্গালুরুতে বিরোধীদের ২৬ দলের বৈঠকের পরই সন্ধেয় দিল্লিতে বৈঠকে মিলিত হল এনডিএ জোটসঙ্গীরা। আর সেই বৈঠকেই বিরোধী দলগুলির মধ্যে মূলত কংগ্রেসকে কাঠগড়ায় তুলতে দেখা গেল মোদিকে। এদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাবে ২৬টি দলের বিরোধী জোটের নাম হয়েছে ‘ইন্ডিয়া’ বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স (India)। সম্ভবত এরই জবাবে মোদিকে NDA’র পুরো কথাটির ব্যাখ্যা দিতে দেখা গেল। তিনি বলেন, ”এনডিএ মানে, এন হল নিউ ইন্ডিয়া, ডি হল ডেভেলপমেন্ট ও এ হল অ্যাসপিরেশন।” এরই সঙ্গে তিনি বলেন, ”আমাদের কাছে জোট বাধ্যতা নয়, শক্তির মাধ্যম (মজবুরি নেহি, মজবুতি)। এনডিএ’র কাছে কোনও দলই ছোট বা বড় নয়। আমরা একই লক্ষ্যে একই সঙ্গে এগিয়ে চলেছি।”
#WATCH | “Hamare liye gathbandhan majboori nahi majbooti ka madhyam hai. NDA is not the symbol of coalition and compulsion but the symbol of coalition and contribution. In NDA, no party is small or big. We all are walking together towards the same goal,” says Prime Minister… pic.twitter.com/8ShqnwcDWz
— ANI (@ANI) July 18, 2023
পাশাপাশি বিরোধী জোটকে পরোক্ষে খোঁচা মেরে মোদি বলেন, ”যখন আমরা বিরোধী ছিলাম, তখনও আমরা জনাদেশের অপমান করিনি। কখনও কোনও সরকারের বিরোধিতা করতে বিদেশের মদত চাইনি। বিরোধী হলেও দেশের অগ্রগতি আটকাতে কখন পথ অবরোধ করিনি।” তাঁর অভিযোগ, ”নয়ের দশকে দেশে অস্থিরতা তৈরি করতে কংগ্রেস জোট গঠন করেছিল।”
এবছরই এনডিএ জোটের ২৫ বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে সমস্ত জোটসঙ্গীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ”কেবল মসনদ দখল করতে বা কারও বিরোধিতা করতে এনডিএ তৈরি হয়নি। দেশে স্থিরতা আনতেই এনডিএ গঠিত হয়েছিল। আজ দেশের সকলের বিশ্বাস এনডিএ’র প্রতি রয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.