Advertisement
Advertisement

Breaking News

‘কুমন্তব্য’ করেন মোদিও, ‘প্রমাণ-সহ’ থানায় হাজির কংগ্রেস নেতা, FIR নিল না পুলিশ

সোনিয়া গান্ধীকে 'কংগ্রেসের বিধবা' বলেন মোদি, দাবি অভিযোগকারী নেতার।

For FIR against PM Narendra Modi Congress leader Manoj Shukla went to police station in Bhopal | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 25, 2023 5:21 pm
  • Updated:March 25, 2023 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরাট আদালতের রায়ের পর শুক্রবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ হয়েছে। যারপর গোটা দেশে মোদিবিরোধী পোস্টার হাতে প্রতিবাদ দেখান কংগ্রেস (Congress) সমর্থকরা। প্রতিবাদের জেরে শুধু দিল্লিতেই (Delhi) ১০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। চলে গ্রেপ্তারিও। এর মধ্যেই ভোপালের (Bhopal) এক কংগ্রেস নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে ‘কুমন্তব্যে’ মন্তব্যের অভিযোগ এনে এফআইআর দায়ের করতে স্থানীয় থানায় হাজির হন। থানার মধ্যেই বিক্ষোভ দেখান ওই নেতা ও তাঁর সঙ্গীরা। যদিও এফআইআর নথিভুক্ত করতে অস্বীকার করে পুলিশ। 

শুক্রবার ভোপালের ছোলা থানায় মোদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আসেন কংগ্রেস নেতা মনোজ শুক্লা (Manoj Shukla)। তাঁর অভিযোগ, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদি। সোনিয়াকে ‘কংগ্রেসের বিধবা’ বলেছিলেন। পেনড্রাইভে সেই মন্তব্যের ভিডিও ক্লিপ নিয়ে থানায় হাজির হয়েছিলেন অভিযোগকারী কংগ্রেস নেতা।

Advertisement

[আরও পড়ুন: দায়িত্ব পালনে ব্যর্থ ব্রিটেন! দূতাবাসে খলিস্তানি তাণ্ডব নিয়ে বিস্ফোরক বিদেশমন্ত্রী]

পুলিশ কংগ্রেস নেতার অভিযোগপত্র গ্রহণ করলেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করতে অস্বীকার করে। এই ঘটনায় পুলিশ ও কংগ্রেস নেতার মধ্যে বচসা হয়। থানায় উপস্থিত সাব-ইন্সপেক্টর সাফ জানান, এফআইআর দায়ের করবেন না। এতে শুক্লা রেগে যান। তিনি প্রশ্ন করেন- এফআইআর করবেন না কেন? একথার উত্তর দেয়নি পুলিশ। এরপর অশান্তি বাড়লে মৌখিক ভাবে তদন্তের আশ্বাস দেয় পুলিশ।

[আরও পড়ুন: ধর্ষিতার পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগ, ২ বছরের পুরনো মামলায় নয়া বিপাকে রাহুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement