Advertisement
Advertisement

লাগাতার হামলার প্রতিবাদে ভারত-পাকিস্তান রুট বন্ধ করল স্বরাষ্ট্রমন্ত্রক

বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাক সেনাবাহিনী।

Following Pak shelling, India suspends cross border travel in Jammu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 13, 2017 10:45 am
  • Updated:March 13, 2017 10:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘন্টার ব্যবধানে দু’বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান সংযোগকারী ‘চাক্কান দ্য বাগ’ রুটটি বন্ধ করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ এমনটাই জানিয়েছেন পুঞ্চের ডেপুটি কমিশনার মহম্মদ হারুন মালিক৷

(সুকমায় শহিদদের সম্মান জানাতে এবছর হোলি খেলবে না সিআরপিএফ)

গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দু’বার এমন ঘটনা ঘটল। সোমবার সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার চারটি গ্রামে মর্টার শেল ছোড়ে পাক সেনা। কেউ আহত না হলেও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ভারতীয় সেনার দাবি, বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাক সেনাবাহিনী।

Advertisement

(সইফুল্লাহর আদর্শে বইয়ে দাও রক্তগঙ্গা, আহ্বান আইএস-এর)

পুলিশ আধিকারিকরা বলছেন, ‘দিগওয়ার, মাল্টি এবং গুলপুরে সবথেকে বেশি শেলবর্ষণ করা হয়েছে।’ তবে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। এর আগে গত রবিবার পুঞ্চেরই কৃষ্ণাঘাঁটি সেক্টরে আরও একবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাক সেনা। স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র এবং ৮২ মিমি মর্টার থেকে লাগাতার গুলিবর্ষণ করতে থাকে তারা।

(গণধর্ষণের শিকার দুই সন্তানের মা, পালাতে গিয়ে নগ্ন হয়ে দৌড় রাজপথে)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement