Advertisement
Advertisement

মোদির রাজ্যে নোটের বৃষ্টি, গানের অনুষ্ঠানে নগদে উড়ল ৫০ লক্ষ টাকা

দেখুন ভিডিও।

Folk singers being showered with money, around Rs 50 lakhs, at a programme in Gujarat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2018 9:06 am
  • Updated:May 20, 2018 9:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকায় রাশ টানতে তিনিই সবথেকে বেশি উদ্যোগী হয়েছেন। নিয়েছিলেন নোট বাতিলের মতো বড় পদক্ষেপ।  সেই তাঁর রাজ্যেই কিনা নোটের বৃষ্টি হল! হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাটেই এক সন্ধেয় এক অনুষ্ঠানে নগদে উড়ল প্রায় ৫০ লক্ষ টাকা। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসা মাত্র বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

[  কর্ণাটকে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ কংগ্রেসের ডিকে, পেতে পারেন বড় পদ ]

Advertisement

ভালসাদ জেলায় এক অনুষ্ঠানে গান গাইছিলেন জনপ্রিয় লোকশিল্পী কীর্তিদান গাধভি। বিখ্যাত এই শিল্পীর অনুষ্ঠান মানেই লোকে লোকারণ্য। এদিনের অনুষ্ঠানও তার ব্যতিক্রম নয়। তবে একটু পর থেকেই যা শুরু হল, তাতে বোধহয় স্বয়ং শিল্পীও অবাক। তাঁর গানের প্রশংসা করেই উড়তে শুরু করে নোট। নোট ওড়ানোর পালা চলতে থাকে। ২০০ ও ৫০০ টাকার নোটে ছেয়ে যায় মঞ্চ। একসময় দেখা যায়, প্রায় টাকার বৃষ্টি হচ্ছে। ঘটনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে নতুন নোটের বন্যা বইছে শিল্পী ও তাঁর সাঙ্গোপাঙ্গদের ঘিরে। ঠিক কত টাকার নোট উড়েছে তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না. তবে সংবাদ সংস্থা এএনআই মোতাবেক, প্রায় ৫০ লক্ষ টাকা ওড়ানো হয়েছে এক সন্ধেয়, একটি অনুষ্ঠানে।

জানা যাচ্ছে, কালওয়াড়া গ্রামের সরপঞ্চ আশিস প্যাটেল ছিলেন অনুষ্ঠানটির আয়োজক. একটি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রামের মানুষদের জন্য একটি অ্যাম্বুল্যান্স জোগাড়ের চেষ্টায় ছিল। তার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন. ডেকে আনা হয় জনপ্রিয় শিল্পীকে। সেখানেই হল নোটের বৃষ্টি।

গুজরাটে এ ছবি অবশ্য নতুন নয়। নোট বাতিল পর্বে এরকমই এক অনুষ্ঠানে উড়েছিল বাতিল নোট। তারও অঙ্ক ছিল প্রায় ৪০ লক্ষ টাকা। সে সময় যদি এত নোট উড়তে পারে, এখন ওড়া কোনও আশ্চর্যের বিষয় নয়। বিশেষত এই জনপ্রিয় শিল্পীর অনুষ্ঠানে এক আগে একাধিকবার উড়েছে টাকা। তা মাথায় রেখেই সম্ভবত শিল্পীকে ডাক পাঠানো হয়েছিল। তবে প্রকাশ্যে এরকম লক্ষ লক্ষ টাকা ওড়ানোর ঘটনায় বিতর্ক মাথাচাড়া দিয়েছে। যে মোদি কালো টাকার অর্থনীতি রোখার জন্য সদা সচেষ্ট, সেখানেই এরকম নোটের বৃষ্টি ফের তাঁকেই যেন প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement