Advertisement
Advertisement

অনুষ্ঠানে গান করার আগেই শূন্যে গুলি ছুড়লেন গায়ক

দেখুন ভিডিও।

Folk singer opens fire during live show in Porbandar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 29, 2017 8:59 am
  • Updated:April 29, 2017 8:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা অনুষ্ঠান। মঞ্চে গান করছেন শিল্পী। আচমকা আবদার বন্দুক থেকে গুলি ছুড়তে হবে। আর আয়োজকদের সেই অদ্ভূত আবদার মেনে নিয়ে আকাশে গুলিও ছুড়লেন শিল্পী। শুধু তিনিই নন, তাঁর এক সঙ্গীও গুলি ছোড়েন। গোটা ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

[যোগীর রাজত্বে পুলিশি দৌরাত্ম্য, প্রৌঢ় রিকশাচালককে মারের ভিডিও ভাইরাল]

ঘটনাটি ঘটেছে গুজরাটের পোরবন্দরে। সংবাদসংস্থা এএনআই-এর তরফ থেকে প্রকাশিত একটি ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছে, গান শুরুর আগে ওই শিল্পীর হাতে একটি দো’নলা বন্দুক তুলে দেন এক ব্যক্তি। এরপরেই শূন্যে গুলি ছোড়ে গায়ক। বাদ যাননি সহশিল্পীও। তিনিও একটি গুলি ছোড়েন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনেকেই তার নিন্দা করেন। কারণ তখন ওই জায়গায় অনেক দর্শক উপস্থিত ছিলেন। একটু ভুল হলেই কোনও বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত।

Advertisement

দেখুন ভিডি:

[ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মডেল সোনিকার, আহত অভিনেতা বিক্রম]

অনেক সময়েই দেখা যায়, উত্তরপ্রদেশ-সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে কোনও বিয়ের অনুষ্ঠানের আগে বা পরে বন্দুক থেকে শূন্যে গুলি ছোড়ার রীতি রয়েছে। কিন্তু কোনও সঙ্গীত অনুষ্ঠানের শুরুতে এরকম গুলি ছোড়ার নিয়মের কথা অনেকেই জানেন না। অনেকেই গোটা ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে।

[এবার ফোনে অর্ডার দিলেই বাড়িতে বিনামূল্যে পৌঁছবে কন্ডোম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement