Advertisement
Advertisement

বাজারে আসছে আরও ৫০০-র নোট, জানালেন কেন্দ্রীয় অর্থসচিব

৩০ ডিসেম্বরের পর সরকার কী ষোষণা করবে তার জন্য অপেক্ষা করতে হবে৷

ocus-now-on-printing-500-notes-says-shaktikanta-das
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 7:30 pm
  • Updated:December 15, 2016 7:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট  সুরক্ষিত৷ এই নোট নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ বৃহস্পতিবার ফের একবার সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস৷ অর্থসচিবের বক্তব্যের নির্যাস হল-

  • ইতিমধ্যেই বাজার থেকে ১৫ লক্ষ কোটি ৫০০ ও ১০০০-এর নোট তুলে নেওয়া হয়েছে৷
  • এখনও পর্যন্ত নতুন নোট বাজারে ৫ লক্ষ কোটি নোট ছাড়া হয়েছে৷
  • তবে যে পরিমান টাকা বাজার থেকে তোলা হয়েছে সেই পরিমানই ছাড়া হবে এমন কোনও কথা নেই৷
  • সরকার ডিজিটাল লেনদেনে গুরুত্ব দিচ্ছে৷
  • তবে খুব দ্রুততার সঙ্গে ৫০০ ও ২০০০ টাকার নোট ছাপা হচ্ছে৷
  • ৫০, ১০০, ১০ টাকার নতুন নোটও ছাপা হচ্ছে৷
  • বিশেষত গ্রামে-গঞ্জে যেখানে নগদ টাকা বেশি দরকার সেখানেই জোগান বাড়ানোর চেষ্টা চলছে৷
  • বাজারে নগদ জোগানের যে ঘাটতি ছিল, সেই পরিস্থিতির ক্রমাগত উন্নতি হচ্ছে৷
  • ২ লক্ষ এটিএমকে নতুন ব্যবস্থায় উন্নত করা হয়েছে, মাত্র ১৩ শতাংশ এটিএম ঠিক হয়েছে বলে যেটা রটানো হয়েছে তা সম্পূর্ণ ভুল৷
  • তবে ৩০ ডিসেম্বরের পর সরকার কী ষোষণা করবে তা জানা নেই, তার জন্য অপেক্ষা করতে হবে৷

তবে আগামী ৩৭ দিনেও সাধারণ মানুষের দুর্ভোগ সম্পূর্ণ মিটে যাবে, এমন কোনও ইঙ্গিত এদিন দিতে পারেননি কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস৷ তুলে নেওয়া নোটের বাকি ১০ লক্ষ কোটি নোট কবে সরকারের ঘরে আসবে তারও কোনও দিশা দেখাতে পারেননি তিনি৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement