Advertisement
Advertisement

প্রতিরক্ষা খাতে রেকর্ড ২.৭৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ বাজেটে

ভারত মহাসাগরে চিনের পদক্ষেপে অশনি সংকেত দেখছে কেন্দ্র৷

FM allocates Rs 2.74 lakh crore for defence sector in budget 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2017 9:38 am
  • Updated:February 1, 2017 10:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরের সাধারণ বাজেটে দেশের সুরক্ষাকে প্রাধান্য দিয়ে সামরিক খাতে বরাদ্দ করা হল রেকর্ড পরিমাণ অর্থ৷ বুধবার, সংসদে সাধারণ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ২.৭৪ লক্ষ কোটি টাকা৷ এই টাকা সেনাবাহিনীর আধুনিকীকরণ ও অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করতে ব্যয় করা হবে৷ তবে এর মধ্যে সেনাকর্মীদের পেনশনের টাকা অন্তর্ভুক্ত নয়৷ ২০১৬-১৭-র তুলনায়, নয়া বাজেটে প্রতিরক্ষা খাতে ১১% বেশি টাকা বরাদ্দ করা হয়েছে৷ ২০১৫ সালে প্রতিরক্ষা খাতে ব্যয়  করা হয়েছিল ২,৪৬,৭২৭ লক্ষ্য কোটি টাকা৷

নগদে তিন লক্ষ টাকার বেশি লেনদেন আর নয়

বিশ্বে ক্রমবর্ধমান অস্থিরতা, চিন ও পাকিস্তানের আগ্রাসী কার্যকলাপ রুখতে সেনাবাহিনীকে আরও মজবুত করতে চলেছে ভারত৷ সম্প্রতি, ফ্রান্স থেকে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনেছে নয়াদিল্লি৷ এছাড়াও রাশিয়া থেকে T-90 ভীষ্ম ট্যাঙ্ক ও কয়েক হাজার অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলও কেনা হয়েছে৷ সন্ত্রাসবাদীদের ঘাঁটি খুঁজতে ও যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের সমরসজ্জার গোপন খবর খুজতে ইজরায়েলের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন কেনা হচ্ছে৷

Advertisement

এর পাশাপাশি, বায়ুসেনার ‘এলিট ফোর্স’ গরুড় কমান্ডোদের জন্য অত্যাধুনিক অস্ত্র ও সেনাবাহিনীর জন্য আধুনিক বুলেটপ্রুফ ভেস্ট কিনবে ভারত৷ ভারত মহাসাগরে চিনের পদক্ষেপে অশনি সংকেত দেখছে কেন্দ্র৷ পাকিস্তানের সঙ্গে বেজিংয়ের সামরিক সহযোগিতা ভারতের সুরক্ষার পক্ষে বড়সড় প্রশ্নচিহ্ন বলেও মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা৷

২০০০ টাকার বেশি নগদে অনুদান নয় কোনও রাজনৈতিক দলকে

ভারত ও আমেরিকাকে জবাব দিতে অত্যাধুনিক মিসাইল বানাচ্ছে চিন

পাকিস্তানকে পরমাণু বোমা তৈরির নকশা দিয়েছিল চিন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement