Advertisement
Advertisement

বন্যায় ভেসে গিয়েছে রেজাল্ট, অবসাদে আত্মহত্যা কেরলের ছাত্রের

বাকরূদ্ধ ছাত্রের বাবা-মা৷

Flood water washes exam results, Kerala student ends life
Published by: Sayani Sen
  • Posted:August 20, 2018 3:54 pm
  • Updated:August 20, 2018 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কেরলের বন্যা কেড়ে নিয়েছে ঘরবাড়ি৷ চোখের সামনেই প্রাণ হারিয়েছেন শয়ে শয়ে মানুষ৷ নিজের বাড়িও চলে গিয়েছিল জলের তলায়৷ সেনার তৎপরতায় বাবা-মার সঙ্গে কোনওক্রমে ত্রাণ শিবিরে ঠাঁই হয়েছিল কোঝিকোড়ের বাসিন্দা বছর ঊনিশের কৈলাশের৷ শেষ মুহূর্তের ব্যস্ততায় এক কাপড়ে ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন কৈলাশের বাবা-মা৷ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন৷ ভেবেছিলেন গোছানো সংসার বন্যা গ্রাস করলেও, পরিস্থিতি উন্নতির পর নতুন করে সব শুরু করবেন৷ কিন্তু এভাবে যে সব বদলে যাবে, তা ভাবতেও পারেননি কৈলাশের বাবা-মা৷  

[বন্যায় ভেসেছে ঘরবাড়ি, মন্দিরেই বিয়ে সারলেন কেরলের যুগল]

আইটিআই কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন তিনি, একথা শুনে বিপদের মধ্যেও মনে খুশির ঝিলিক উঁকি দিয়েছিল কৈলাশের৷  ত্রাণশিবিরে থাকাকালীনই  সুখবরটা পেয়েছিলেন তিনি ৷ ঠিকা শ্রমিকের কাজ করেই ছেলের পড়াশোনার খরচ সামলান কৈলাশের বাবা৷ ছেলের সাফল্যে তাই নিজেকেও জয়ী মনে হয়েছিল তাঁর৷ কলেজে ভরতির জন্য প্রয়োজন দ্বাদশ শ্রেণির রেজাল্টের৷ তাই দরকার বাড়ি যাওয়ার৷ তিনদিন ধরে বৃষ্টি হয়নি কোঝিকোড়ে৷ সেই সুযোগে ত্রাণশিবির থেকে বেড়িয়ে সোজা বাড়ির উদ্দেশে রওনা দেন কৈলাশ৷ নিজের বাড়িতে ঢুকে মন ভেঙে যায় তাঁর৷ তিনি দেখেন, বাড়ির ভিতর হাঁটুজল৷ জলের তলায় ডুবে গিয়েছে যাবতীয় জিনিসপত্র৷ মনে খটকা লাগে, পরীক্ষার রেজাল্টটাও ভেসে যায়নি তো ? আশঙ্কাই সত্যি হল, কৈলাশ দেখেন জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে তাঁর রেজাল্ট৷ আইটিআই কলেজে ভরতি হওয়ার স্বপ্ন ভাঙচুর হয়ে যায় ৷ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক ৷

Advertisement

[বন্যার ভুল ভিডিও সম্প্রচার করে সমালোচিত প্রথম সারির সর্বভারতীয় সংবাদমাধ্যম]

বহুক্ষণ কেটে গেলেও ত্রাণশিবিরে ছেলে ফিরে না আসায় চিন্তিত হয়ে পড়েন কৈলাশের বাবা-মা৷ নিজেদের বাড়িতে এসে ছেলের নিথর দেহ দেখতে পান বাবা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৈলাশের দেহ ময়নাতদন্তে পাঠায়৷ এভাবে ছেলের মৃত্যু মানতে পারছেন না কৈলাশের বাবা-মা৷ বন্যার গ্রাসে জীবনের সবচেয়ে কাছের জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে যান ওই যুবকের বাবাও৷ বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী বন্যা৷ কিন্তু সব মৃত্যুকেই যেন ম্লান করে দিয়েছে কৈলাশের আত্মহননের সিদ্ধান্ত৷        

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement