Advertisement
Advertisement

Breaking News

Lalu

বন্যা ঐশ্বরিক সংকট, খুশির খবর! বিতর্কিত মন্তব্য লালুর

এবারে ঘরের দুয়োরেই গঙ্গাজল পাবেন বিহারবাসী, মন্তব্য আরজেডি সুপ্রিমোর৷ আপনাদের কী মত?

Flood victims to be happy as Gangajal is now at their doorstep, says Lalu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 8:13 pm
  • Updated:June 4, 2019 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যা হয়েছে? এতো ঐশ্বরিক সংকট৷ বন্যা দুর্গতদের জন্য খুশির খবর৷ কারণ এবারে ঘরের দুয়ারেই গঙ্গাজল পাবেন তাঁরা৷ বক্তা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব৷

প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত বিহার৷ বানভাসি প্রায় ২৩ লক্ষ মানুষ৷ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই পাটনার কাছে মানের নামে এক এলাকায় গিয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ সেই খানেই এই উক্তি করেন লালুপ্রসাদ৷ স্থানীয় বাসিন্দাদের তিনি বলেন, আপনারা হামেশাই বলতেন গঙ্গা প্লাবিত হবে না৷ এখন তো গঙ্গা আপনাদের ঘরে, রান্নাঘরে পৌঁছে গিয়েছে৷ নিজেদের ভাগ্যবান মনে করুন৷ এবারে ‘গঙ্গাজি’ আমাদের সবাইকে উদ্ধার করবেন৷ তাঁকেই আমরা অনুরোধ করব আমাদের ছেড়ে বিপদসীমার নিচে নেমে যাওয়ার জন্য৷ কারণ মানুষ এবারে কষ্ট পাচ্ছেন৷ দয়া করে  ‘গঙ্গাজি’কে দুধ অর্পণ করুন৷ পরে তার পুজোও করবেন৷

Advertisement

লালুর এই বাণীতে নিন্দায় সরব হয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা৷ আরজেডি সুপ্রিমোর ভাগ্য নির্ণায়ক ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ কেউ কেউ আবার তাঁকেই ‘দুর্ভাগ্যশালী’ বলে অভিহিত করেছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub