Advertisement
Advertisement

লাগাতার বৃষ্টিতে উপত্যকায় জারি বন্যা সতর্কতা, স্থগিত অমরনাথ যাত্রা

পরিস্থিতি মোকাবিলায় তৈরি সেনা৷

Flood situation worsens in Kashmir, Amarnath Yatra halted
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2018 11:13 am
  • Updated:July 5, 2018 11:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিনদিন ধরে বিরামহীন বৃষ্টি চলছে জম্মু-কাশ্মীরে৷ একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন৷ ইতিমধ্যে উপত্যকায় জারি হয়েছে বন্যা সতর্কতাও৷  আগামী কয়েকদিন পুঞ্চ ও রাজৌরিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর৷ ওই দুই জায়গায় বন্যার সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা আবহাওয়াবিদদের৷

গত মাসে ভারী বৃষ্টিতে ভিজেছিল উপত্যকা৷ প্রাণহানিও হয়েছিল বেশ কয়েকজনের৷ সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন৷ পুঞ্চের ডেপুটি কমিশনার বলেন, ‘‘পুঞ্চ ও রাজৌরি-সহ উপত্যকার বিভিন্ন নদীর জলস্তরের দিকে নজর রাখা হয়েছে৷ ইতিমধ্যে নদী সংলগ্ন এলাকার নিম্ন অববাহিকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে৷’’ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তৈরি রয়েছে বলেও জানান তিনি৷

Advertisement

[ভালবাসার প্রমাণ দিতে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা বিজেপি নেতার]

এদিকে, গত ২৬ জুন থেকেই শুরু হয়েছে অমরনাথ যাত্রা৷ পুণ্যধামে যাত্রার প্রথম দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি৷ খারাপ আবহাওয়ার কারণে বারবারই যাত্রাপথে থমকাতে হচ্ছে পুণ্যার্থীদের৷ বৃষ্টির সঙ্গে রয়েছে হড়পা বান ও ধস৷ বুধবারই বালতাল রুটে ধস নামে৷ পহেলগাম ও বালতাল রুটে আপাতত বন্ধ রয়েছে অমরনাথ যাত্রা৷ পুণ্যভূমি দর্শনে যাওয়ার পথে ইতিমধ্যেই ১১ জন পুণ্যার্থীর প্রাণ গিয়েছে৷

একের পর এক সংঘর্ষবিরতি ও জম্মু-কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছর অমরনাথ যাত্রীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ সেনার তরফ থেকে বেসক্যাম্পগুলির ওপর নজর রাখা হয়েছে৷ হেলিকপ্টারে করে আকাশপথেও চলছে নজরদারি৷ আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে৷ পরিস্থিতির উন্নতি হলেই, পুণ্যভূমির উদ্দেশে রওনা হবেন পুণ্যার্থীরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement