সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী আবহে বন্যায় ভাসছে দেশের একাধিক রাজ্য। ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের একাংশ ও উত্তরপ্রদেশে বেশকিছু জেলা বন্যায় ভাসছে। ইতিমধ্যে মধ্যপ্রদেশের আটজনের মৃত্যু হয়েছে। অন্যান্য রাজ্য থেকেও মৃত্যুর খবর মিলছে। জোরকদমে চলছে উদ্ধারকার্যও। নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
Madhya Pradesh: Chief Minister Shivraj Singh Chouhan conducts aerial survey of flood-affected areas in Vidisha. pic.twitter.com/O6h0e3ypY2
— ANI (@ANI) August 30, 2020
রবিবার সকালে বন্যা কবলিত এলাকা হেলিকপ্টার চেপে পরিদর্শণ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এরপর রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে ভারচুয়াল বৈঠকও সারেন তিনি। জানা গিয়েছে, গোটা রাজ্যে প্রায় ৯ হাজার মানুষকে রিলিফ ক্যাম্পে সরানো হয়েছে। বাকিদেরও উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। বেশকিছু জেলায় উদ্ধারকার্যে নেমেছে সেনাও।
#WATCH Madhya Pradesh: Indian Air Force launched a Mi17V5 helicopter mission to rescue 2 youth & an elderly man from their inundated houses near Mowad village in Balaghat, situated along the banks of the overflowing Wainganga river.
(Video Source: Indian Air Force ) pic.twitter.com/03AQ4hrDGD— ANI (@ANI) August 30, 2020
এদিকে ওড়িশার একাধিক জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। ইতিমধ্যেই বন্যার জেরে একাধিক দুর্ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। নিচু এলাকাগুলি থেকে দুর্গতদের সরানোর কাজ করছে প্রশাসন। সবচেয়ে খারাপ অবস্থা ভদ্রকে। ব্রাহ্মণী, বৈতরণী, সুবর্ণরেখা-সহ একাধিক নদীর জল বেড়েছে। বিপদসীমা ছুঁয়েছে মহানদীও। যেকোনও মুহূর্তে নদীর পাড় উপচে জল ঢোকার আশঙ্কা লাগোয়া এলাকাগুলিতে। ভদ্রকের কয়েকশো বিঘা জমি ইতিমধ্যেই জলের তলায়। জলের তোড়ে বহু এলাকায় ভেঙে পড়েছে কাঁচাবাড়ি। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের অবস্থাও তথৈবচ।
Maharashtra: State Disaster Response Force (SDRF) conducts rescue operation in flood-affected Chikna village of Nagpur district pic.twitter.com/0s0uWqCgI2
— ANI (@ANI) August 30, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.