Advertisement
Advertisement

Breaking News

নিজামের শহরে রমরমিয়ে মধুচক্র, অভিযান চালিয়ে উদ্ধার মুম্বইয়ের অভিনেত্রী

সপ্তাহে লাখ টাকা পারিশ্রমিক 'নায়িকা'র, খদ্দেররা দিত আরও কুড়ি হাজার৷

Flesh trade busted in Hyderabad, Bollywood actress rescued

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2018 1:15 pm
  • Updated:July 9, 2018 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের অভিজাত এলাকায় ঝাঁ চকচকে মধুচক্রের ব্যবসা৷ গোপনসূত্রে খবর পেয়ে হাতেনাতে ধরল পুলিশ৷ সেই মধুচক্র থেকেই উদ্ধার মুম্বইয়ের উঠতি নায়িকা৷ ওই নায়িকাকে সাপ্তাহিক এক লক্ষ টাকা পারিশ্রমিকে সেখানে নিয়ে আসা হয়েছিল বলে খবর৷ ঘটনাস্থল থেকে মধুচক্রের পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতের নাম এ জনার্দন রাও৷ রাওয়ের পাশাপাশি এক খদ্দেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ৷ সেই খদ্দের আবার সরকারি আধিকারিক৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের পশ এলাকা বানাজারা হিলসের এক পাঁচতারা হোটেলে৷

[হিন্দুরাই শুধু ঢুকবে জগন্নাথ মন্দিরে, সুপ্রিম প্রস্তাব উড়ালেন পুরীর রাজা]

জানা গিয়েছে, শহরের বিলাসবহুল এলাকায় মধুচক্রের আসর বসানোই ধৃত জনার্দন রাওয়ের কাজ৷ এই কাজের জন্য সে মুম্বইযের উঠতি নায়িকাদেরই কাজে লাগাত৷ নায়িকাদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হত বানজারা হিলসের ওই হোটেলে৷ চুক্তি থাকত এক সপ্তাহের জন্য৷ সপ্তাহ পেরোলেই  ওই নায়িকারা পাবেন এক লক্ষ টাকা পারিশ্রমিক৷ পাশাপাশি প্রত্যেক খদ্দেরের কাছ থেকে আরও কুড়ি হাজার টাকা৷ দীর্ঘদিন ধরেই চলছিল ব্যবসা৷ পুলিশের কাছে গোপনসূত্রে খবর আসতেই চলে অভিযান৷ তাতেই এদিন হাতেনাতে ধরা পড়ে মালিক ও খদ্দের৷ উদ্ধার করা হয় ওই নায়িকাকে৷ তিনি আগ্রার বাসিন্দা৷ তবে রাওয়ের সঙ্গে এই ব্যবসায় যুক্ত অন্যরা পলাতক৷ তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷

Advertisement

[‘মৃত্যুদণ্ডও যথেষ্ট নয়’, দৃষ্টান্তমূলক সুপ্রিম রায়ের অপেক্ষায় নির্ভয়ার মা]

উল্লেখ্য, দিন কয়েক আগেই মধুচক্র চালানোর অভিযোগে গুরুগ্রামের স্পা সেন্টার থেকে ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে পাঁচজন বিদেশি। ধৃত মহিলাদের মধ্যে পাঁচজন থাইল্যান্ডের বাসিন্দা। পাঁচজন মণিপুরের ও একজন মহিলা-সহ বাকি চার ব্যক্তিই উত্তরপ্রদেশের বাসিন্দা। শহরের নামী স্পা সেন্টারে মধুচক্রের ব্যবসা চলছে। গোপনসূত্রে এই খবর পেয়েই অভিযানে নেমে ১৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে থাকা বিদেশিনীরা কাজের ভিসা ছাড়া অন্য কোনও উপায়ে এদেশে বাস করত কি না তা খতিয়ে দেখার ব্যবস্থা হয়েছে। ভিসাগুলি পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে স্পা সেন্টারের পাশাপাশি শহরের দুটি নামী নাইটক্লাবেও অভিযান চালায় পুলিশ। এবং অনৈতিক কাজের অভিযোগে সাতজনকে গ্রেপ্তারও করা হয়।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement