সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোটেলে অভিযান চালানোর পর ধরা পড়া যৌনকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের নয়। গুরুতর অভিযোগ না থাকলে তাঁদের গ্রেপ্তারও করা যাবে না।এমনই নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যপ্রদেশে। সেই মর্মে জেলার এসপি, ভোপাল ও ইন্দোরের পুলিশ কমিশনারদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।
মধ্যপ্রদেশের ডিজিপি (মহিলা সুরক্ষা) প্রজ্ঞা রিচা শ্রীবাস্তবের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যৌনকর্মীদের অযথা হেনস্থা করা যাবে না। কোনও দোষ না থাকলে শুধুমাত্র যৌনকর্মী হিসাবে, তাঁদের অভিযুক্ত হিসাবে গণ্য করা যাবে না। ওই নির্দেশিকায় লিখিত আকারে বলা হয়েছে, ‘১৯৫৬ সালের পাচার আইনে নথিভুক্ত অনেক অপরাধ ক্ষেত্রে দেখা গিয়েছে, হোটলের মালিকেরা টাকা বিনিময়ে ঘর ব্যবহার করেন। এদিকে পুলিশের অভিযানের পর যৌনকর্মীদের গ্রেপ্তার করা হয়।’ সেই পদক্ষেপে রাশ টানতে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
ভারতীয় আইন অনুয়ায়ী, যৌনপল্লি চালানো অবৈধ। কিন্তু স্বেচ্ছায় যৌনকর্মের সঙ্গে যুক্ত থাকা অপরাধ নয়। এক্ষেত্রে ২০১০ সালে বুদ্ধদেব কর্মকার ও পশ্চিমবঙ্গ সরকার মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের কথা উল্লেখ করা হয়েছে। এবার নির্দেশ জারি করে নতুন সেই মতো ব্যবস্থা নিতে বলল মধ্যপ্রদেশ পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.