Advertisement
Advertisement
Five states Elections

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, শাহী প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে কমিশনে কংগ্রেস

বিজেপি আগেই প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছে।

Five state Elections: Congress wants Amit Shah to be banned from campaigning | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:October 26, 2023 2:38 pm
  • Updated:October 26, 2023 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয়াঙ্কা গান্ধীর পর এবার অমিত শাহর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ। আসন্ন পাঁচ রাজ্যের ভোটে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস। তাদের বক্তব্য, অমিত শাহ (Amit Shah) ছত্তিশগড়ে গিয়ে জাতপাতের নামে ভোট চেয়েছেন। যা আদর্শ আচরণ বিধির বিরোধী।

বিজেপি আগেই প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছিল। ২০ অক্টোবর রাজস্থানে এক জনসভায় গিয়ে প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) বলেন,”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেবনারায়ণ মন্দিরে গিয়ে প্রণামীর বাক্সে খাম ফেলে এসেছিলেন। সেই খাম খুলে দেখা যায় তাতে মাত্র ২১ টাকা রয়েছে। এ বিষয়ে সত্যমিথ্যা জানি না। তবে প্রধানমন্ত্রী ভোটপ্রচারে গিয়েও এরকমই খাম দেখাচ্ছেন। ভোটের পর দেখা যাবে কিছুই নেই। সব ফাঁকা।” বিজেপির (BJP) অভিযোগ, ওই ভাষণে প্রিয়াঙ্কা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। শুধু তাই নয়, মোদির বিরুদ্ধে মিথ্যাচারও করেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: উৎসবেও রেহাই নেই! দাদুর সঙ্গে দশেরা অনুষ্ঠানে গিয়ে ‘ধর্ষিতা’ ৩ বছরের শিশুকন্যা]

প্রিয়াঙ্কার বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরই অমিত শাহর বিরুদ্ধে পালটা অভিযোগ করে এল কংগ্রেস। জয়রাম রমেশ, সলমন খুরশিদ, মানিকরাও ঠাকরে, উত্তম কুমার রেড্ডির নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। তাঁদের বক্তব্য, অমিত শাহ ছত্তিশগড়ে গিয়ে ভূপেশ বঘেল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করেছেন। বিজেপি প্রার্থীর ছেলেকে পিটিয়ে মারার অভিযোগও তুলেছেন। সবটাই তিনি বলেছেন সাম্প্রদায়িকতার মোড়কে। কংগ্রেসের (Congress) দাবি, শাহের ভোটপ্রচারে নিষেধাজ্ঞা জারি করতে হবে।

[আরও পড়ুন: ‘হেমা মালিনীকেও নাচিয়ে ছেড়েছি’, উন্নয়ন নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর!]

কংগ্রেসের অভিযোগ অবশ্য শুধু অমিত শাহর বিরুদ্ধে নয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও কাঠগড়ায় তুলেছে হাত শিবির। কংগ্রেসের অভিযোগ, হিমন্ত ছত্তিশগড়ে প্রচারে গিয়ে দলের এক সংখ্যালঘু নেতাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন। তাঁর ভোটপ্রচারেও নিষেধাজ্ঞা জারি হোক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement