ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাটি খুঁড়ে রাখা বিশাল গর্তে জল জমে গিয়েছিল। সেই জলে পড়ে মৃত্যু হল এক কিশোরের। তাকে বাঁচাতে গিয়ে ডুবে মৃত্যু হল তার পরিবারের আরও চারজনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) ডম্বিভেলি অঞ্চলে।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জল পেতে খুব সমস্যা হচ্ছে ডম্বিভেলির সন্দাপ গ্রামে। ঘটনাস্থলে বড় একটি গর্ত খোঁড়া হয়েছিল। কোনও কারণে সেটি জলে ভরে যায়। তাই গ্রামবাসীরা ওই জায়গা থেকেই জল নেন। এক মহিলা এবং তাঁর পুত্রবধূ অপেক্ষা সেখানে কাপড় কাচতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে গিয়েছিল ওই মহিলার এক নাতিও। হঠাৎই পা পিছলে গর্তের মধ্যে পড়ে যায় সে। তাকে বাঁচানোর জন্য ঝাঁপ দেন ওই মহিলা এবং তাঁর পুত্রবধূ।
ঘটনা দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, উদ্ধারকাজে গাফিলতি করেছে পুলিশ। গর্তে পড়ে যাওয়ায় মৃতদের খুঁজে পেতে সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁদের হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। প্রসঙ্গত, গত মাসেই কল্যাণ- ডম্বিভেলি পৌরসভাকে তিরস্কার করেছে বম্বে হাইকোর্ট। বেশ কিছু মাস ধরে তীব্র জলকষ্টে ভুগছে এই অঞ্চলের বাসিন্দারা। সময় মত জল সরবরাহ করেনি পৌরসভা, সেই কারণেই তিরস্কারের মুখে পড়েছে তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.