সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির ঠিক একদিন আগে মাও দমন অভিযানে বড় সাফল্য পেলে ভারতীয় সেনা৷ সোমবার নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত পাঁচ মাওবাদী৷ ওড়িশার মালকানগিরির কালিমদা জঙ্গলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়৷ কয়েক ঘণ্টা গুলির লড়াই চলার পর অবশেষে পাঁচ মাওবাদীকে গুলি করে মারতে সক্ষম হন জওয়ানরা৷ হত পাঁচ মাওবাদীদের কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করেন জওয়ানরা৷ নিহতদের মধ্যে একজন মহিলা স্কোয়াডের সদস্য রয়েছে বলেও জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷
#Odisha: Five Naxals were killed in encounter between security forces and Naxals in Malkangiri’s Kalimeda, early morning today.
— ANI (@ANI) November 5, 2018
এর আগে গত সপ্তাহে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় পুলিশের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ বাধে। ঘটনায় দুই পুলিশকর্মী-সহ এক সাংবাদিকের মৃত্যু হয়৷ দান্তেওয়াড়ার হামলার পরই মাও দমন অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেয় ওড়িশা সরকার৷ সরকারি তরফে সিদ্ধান্ত কার্যকর হতে না হতেই সোমবার সাতসকালে বড়সড় সাফল্য পান নিরাপত্তারক্ষীরা৷ লোকসভা ভোটের আগে মাওবাদীরা যাতে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মাও অধ্যুষিত রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ জারি হয়েছে৷ দান্তেওয়াড়ায় মাও হামলার ঘটনা প্রকাশ্যে আসার পরই শুরু হয় তৎপরতা৷ গত ২৭ অক্টোবর মাওবাদী হামলায় প্রাণ হারান চার সিআরপিএফ জওয়ান৷ হামলায় আহত হন আরও দু’জন। ছত্তিশগড়ের বিজাপুরে সেনার কনভয়ে হামলা চালায় মাওবাদীরা৷
[খুলল সবরীমালার দরজা, অশান্তির আশঙ্কায় জারি ১৪৪ ধারা]
লাগাতার একের পর এক মাও হামলার ঘটনায় কেন্দ্রের ‘অপারেশন গ্রিন হান্ট’ নিয়েও উঠতে থাকে প্রশ্ন৷ দীর্ঘ প্রায় তিন চার বছরের বেশি সময় ধরে লাগাতার মাও অভিযান চলছে৷ মাও দমনে তৈরি হয়েছে বিশেষ বাহিনী৷ গত মাসের শেষেই মাও-দমন অভিযান চালিয়ে বড় সাফল্যও পায় নিরাপত্তারক্ষীরা৷ এখনও পর্যন্ত ২৫ জন মাওবাদীকে নিকেশ করেছে মহারাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বাহিনী৷ গড়চিরোলির ইন্দ্রবতী নদীর ধারে অভিযান চালিয়ে অন্তত ৩৪ মাওবাদীর মৃতদেহও উদ্ধার হয়েছে৷ শুধু মহারাষ্ট্র নয়, ছত্তিশগড়েও একের এক হামলা চালিয়ে সাফল্যের দাবিও জানানো হয়েছে৷ কিন্তু প্রশ্ন উঠছে, এত আয়োজনের পর হঠাৎ কীভাবে মাথাচাড়া দিয়ে উঠছে মাওবাদীরা? কীভাবে ঘটছে দান্তেওয়াড়ার মতো হামলা? সম্প্রতি, মাও দমনে কেন্দ্র সাফল্যের দাবি জানানোর পর পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও ওড়িশা থেকে বাহিনী তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে৷ কিন্তু, কেন্দ্রের তরফে সাফল্যের দাবি জানানো হলেও একের পর এক হামলা ও পালটা অভিযানের ঘটনায় কতটা সফল ‘অপারেশন গ্রিন হান্ট’? প্রশ্ন তুলছেন পর্যবেক্ষক মহলের একাংশের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.