Advertisement
Advertisement

Breaking News

Forward Bloc

বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক, ফরওয়ার্ড ব্লকের ‘দিল্লি চলো’ অভিযানে শামিল পাঁচ বাম দল

মানুষের সমস্যায় ধারাবাহিকভাবে রাস্তায় থাকতে হবে, দিল্লির যন্তরমন্তর থেকে বার্তা সিপিআইয়ের ডি রাজার।

Five left parties join 'Delhi Chalo' rally by Forward Bloc to be united against BJP

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:April 11, 2025 11:58 pm
  • Updated:April 12, 2025 12:11 am  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: জাতীয় স্তরে বিজেপিকে প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করেছে সিপিএম-সহ পাঁচ বামপন্থী দল। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও সিপিআইএমএলের (লিবারেশন) মূল প্রতিদ্বন্দ্বী এখন কেন্দ্রের শাসকদল। শুক্রবার রাজধানী দিল্লির বুকে দাঁড়িয়ে সেকথা আরও একবার স্মরণ করিয়ে দিল পাঁচটি বামপন্থী দলের শীর্ষ নেতৃত্ব। বিজেপি ও নরেন্দ্র মোদি সরকার বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হল দিল্লির যন্তরমন্তর থেকে। এদিন মূল্যবৃদ্ধি, ও বেকারত্ব ও নেতাজি অন্তর্ধান রহস্যের নথি প্রকাশ করার দাবিতে ‘দিল্লি চলো’ অভিযান করল বাম শরিক ফরওয়ার্ড ব্লক। তাতে যোগ দিয়েছে বাকি চারটি বামপন্থী দল।

মোদি সরকার ও বিজেপির বিরুদ্ধে বামপন্থীদের লড়াইয়ের তীব্রতা আরও বাড়াতে হবে। ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। নইলে দেশজুড়ে বামপন্থীদের উপর যেভাবে আক্রমণ শানাচ্ছে গেরুয়া শিবির, তাতে বিপদ আরও বাড়বে। এই বিপদের মোকাবিলায় বামপন্থীদের একক শক্তি বৃদ্ধির পাশাপাশি দেশের সমস্ত বাম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে বিজেপি ও আরএসএসের মোকাবিলা করতে হবে। সম্প্রতি মাদুরাইতে সিপিএমের পার্টি কংগ্রেসে এ বিষয়ে সহমত প্রকাশ করেছিলেন সিপিএম শীর্ষ নেতা প্রকাশ কারাট, সিপিআইএর ডি রাজা, ফরওয়ার্ড ব্লকের ডি দেবরাজন, লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্যরা। তারই ফলস্বরূপ শুক্রবার ফরওয়ার্ড ব্লকের ডাকে ‘দিল্লি চলো’ অভিযানে শামিল হলেন বামেরা।

Advertisement

দেশের বিভিন্ন রাজ্য থেকে ফরওয়ার্ড ব্লকের নেতা কর্মীরা জড়ো হন দিল্লির যন্তরমন্তরে। সেখানেই সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা ফের বামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁর মতে, মানুষের দৈনন্দিন সমস্যাগুলি নিয়ে ধারাবাহিকভাবে রাস্তায় থাকতে হবে। শুধু দিল্লিতে নয়, যেখানে যাদের শক্তি বেশি সেখানে তাঁদের লড়াইয়ে থাকতে হবে। বাকিরা সমর্থন জানাবে। ফরওয়ার্ড ব্লকের ডি দেবরাজনের বক্তব্য, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা মূল্যবৃদ্ধি ও বেকারত্ব। মোদি সরকারের ১১ বছরে বেকারত্ব শীর্ষে পৌঁছেছে। তাঁর অভিযোগ, সেইসঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে মোদি সরকার। এর বিরুদ্ধে বামপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement