Advertisement
Advertisement

সুপ্রিম কোর্টে করোনার হানা, আক্রান্ত ৫ বিচারপতি! একাধিক মামলার শুনানি নিয়ে প্রশ্ন

চিন্তায় শীর্ষ আদালতের আইনজীবী থেকে কর্মীরা।

Five judges of Supreme Court infected by Coronavirus | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 23, 2023 10:45 am
  • Updated:April 23, 2023 10:45 am  

সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের সুপ্রিম কোর্টে হানা দিল মারণ করোনা ভাইরাস। সূত্রের খবর, শীর্ষ আদালতের অন্তত ৫ বিচারপতি একসঙ্গে কোভিডে (COVID-19) আক্রান্ত হয়েছে। যার জেরে একাধিক মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

শীর্ষ আদালত সূত্রের খবর, এই মুহূর্তে করোনা (Coronavirus) আক্রান্ত বিচারপতিদের মধ্যে রয়েছেন বিচারপতি রবীন্দ্র এস ভাট, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র। আরেক বিচারপতি সূর্য কান্ত গত সপ্তাহেই কোভিডের কবল থেকে মুক্ত হয়েছেন। করোনা আক্রান্তদের মধ্যে বিচারপতি রবীন্দ্র ভাট সমলিঙ্গ বিবাহ মামলার সাংবিধানিক বেঞ্চের অংশ ছিলেন। গত বৃহস্পতিবার পর্যন্ত এই সমলিঙ্গ মামলার শুনানি হয়েছে। তাতে বিচারপতি ভাট অন্য বিচারপতিদের সঙ্গে একসঙ্গেই বসে ছিলেন। স্বাভাবিকভাবেই অন্য বিচারপতিরা চিন্তিত।

Advertisement

[আরও পড়ুন: যৌনতা আর গোপনীয়তায় ভরা মুঘল হারেম, কেমন ছিল সেই বন্দিনীদের জীবন?]

একসঙ্গে পাঁচ বিচারপতি করোনা আক্রান্ত হওয়ায় শীর্ষ আদালতের বহু বেঞ্চে রদবদল করতে হয়েছে। পিছিয়ে গিয়েছে একাধিক মামলার শুনানি। যার মধ্যে রয়েছে সমলিঙ্গ বিবাহ মামলার (Same Sex marriage) শুনানি পর্যন্ত। আগামী সোমবার সাংবিধানিক বেঞ্চের শুনানিও হবে না। এদিকে পিছিয়ে গিয়ে রাজ্যের ডিএ মামলার মতো গুরুত্বপূর্ণ মামলাও।

[আরও পড়ুন: জাতীয় পতাকা দিয়ে মুরগির দোকানের আবর্জনা পরিষ্কার, ভাইরাল ভিডিও, গ্রেপ্তার যুবক]

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) কিছুদিন আগেই বলেছিলেন, আইনজীবীরা চাইলে ভার্চুয়াল শুনানি করতে পারেন। তবে তখন পর্যন্ত কোনও বিচারপতি করোনায় আক্রান্ত হননি। এবার একসঙ্গে পাঁচ বিচারপতি করোনার কবলে পড়ার পর দুশ্চিন্তা ছড়িয়েছে বিচারপতি, আইনজীবী এবং সুপ্রিম কোর্টের কর্মচারীদের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement