Advertisement
Advertisement
Tea

মর্মান্তিক! বাড়িতে তৈরি চা পানের পরই উত্তরপ্রদেশে প্রাণ হারাল ২ শিশু-সহ পাঁচজন

বিষক্রিয়ার জেরেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Five including two children die after drinking tea in Mainpuri, Uttar Pradesh | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 27, 2022 6:31 pm
  • Updated:October 27, 2022 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির তৈরি চা প্রাণঘাতী হতে পারে, তা তো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কেউ। কিন্তু বাস্তবে ঘটে গেল তেমনই। উত্তরপ্রদেশের (Uttar Pradesh)  মইনপুরীতে চা খাওয়ার পরই অসুস্থ হয়ে মৃত্যু হল পাঁচজনের। এদের মধ্যে ২ জন শিশু। প্রাথমিক অনুমান, বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার মইনপুরীর নাগলা কানহাইয়া গ্রামে পরিবারের জন্য চা (Tea) বানিয়েছিলেন রামামূর্তি নামে এক যুবতী। তাঁর স্বামী শিবনন্দন, বাবা, দুই ছেলেমেয়ে ও এক প্রতিবেশীকে তা খেতে দিয়েছিলেন। কিন্তু চা খাওয়ার পরই তাঁরা একে একে অসুস্থ হতে শুরু করেন। শিবনন্দন, তাঁর শ্বশুর রবীন্দ্র সিং, দুই ছেলেমেয়ে ৫ বছরের দিব্যাংশ, ৬ বছরের শিবাং অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: ভাইফোঁটায় নয়া সমীকরণ? ৬ বছর পর ফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে মুকুল, গেলেন শোভন-বৈশাখীও]

অসুস্থ অবস্থায় বেশ কিছুক্ষণ শিবনন্দন ও প্রতিবেশী সোবরান চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তাঁদেরও রক্ষা করা যায়নি। প্রাণ হারান তাঁরা। স্থানীয় পুলিশ সুপার (SP) কমলেশ দীক্ষিত জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, চায়ে বিষক্রিয়ার জেরে এই বিপর্যয়। শিবনন্দনের স্ত্রী রামামূর্তি চা তৈরির সময়ে ভুল করে ধানগাছে দেওয়ার ওষুধের শিশি থেকে ঢেলে দিয়েছিলেন। তাতেই বিষক্রিয়া (Poisonous) হয়েছে। এরপর ওই চা পান করার পর একে একে ৫ জন মৃত্যুমুখে ঢলে পড়েন। এমন ঘটনার পর কার্যত স্তম্ভিত রামামূর্তি। তাঁর ভুলে এমন একটা বিপর্যয় নেমে এল, তা ভেবেই কান্নায় ভেঙে পড়ছেন তিনি।

[আরও পড়ুন: নভেম্বরেই মুখোমুখি মোদি ও ঋষি! ব্রিটেনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে আশাবাদী দিল্লি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement