সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির তৈরি চা প্রাণঘাতী হতে পারে, তা তো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কেউ। কিন্তু বাস্তবে ঘটে গেল তেমনই। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মইনপুরীতে চা খাওয়ার পরই অসুস্থ হয়ে মৃত্যু হল পাঁচজনের। এদের মধ্যে ২ জন শিশু। প্রাথমিক অনুমান, বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার মইনপুরীর নাগলা কানহাইয়া গ্রামে পরিবারের জন্য চা (Tea) বানিয়েছিলেন রামামূর্তি নামে এক যুবতী। তাঁর স্বামী শিবনন্দন, বাবা, দুই ছেলেমেয়ে ও এক প্রতিবেশীকে তা খেতে দিয়েছিলেন। কিন্তু চা খাওয়ার পরই তাঁরা একে একে অসুস্থ হতে শুরু করেন। শিবনন্দন, তাঁর শ্বশুর রবীন্দ্র সিং, দুই ছেলেমেয়ে ৫ বছরের দিব্যাংশ, ৬ বছরের শিবাং অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন।
অসুস্থ অবস্থায় বেশ কিছুক্ষণ শিবনন্দন ও প্রতিবেশী সোবরান চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তাঁদেরও রক্ষা করা যায়নি। প্রাণ হারান তাঁরা। স্থানীয় পুলিশ সুপার (SP) কমলেশ দীক্ষিত জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, চায়ে বিষক্রিয়ার জেরে এই বিপর্যয়। শিবনন্দনের স্ত্রী রামামূর্তি চা তৈরির সময়ে ভুল করে ধানগাছে দেওয়ার ওষুধের শিশি থেকে ঢেলে দিয়েছিলেন। তাতেই বিষক্রিয়া (Poisonous) হয়েছে। এরপর ওই চা পান করার পর একে একে ৫ জন মৃত্যুমুখে ঢলে পড়েন। এমন ঘটনার পর কার্যত স্তম্ভিত রামামূর্তি। তাঁর ভুলে এমন একটা বিপর্যয় নেমে এল, তা ভেবেই কান্নায় ভেঙে পড়ছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.