Advertisement
Advertisement

Breaking News

Bengali Tourists

ট্রেকিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির সিলিন্ডার ফেটে মৃত ৫ বাঙালি পর্যটক

জ্বলন্ত অবস্থায় খাদে পড়ে যায় গাড়ি।

Five bengali tourists died at Kashi in accident, cylinder blasted | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 25, 2022 7:34 pm
  • Updated:May 25, 2022 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেকিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। উত্তর কাশীতে প্রাণ হারিয়েছেন পাঁচ বাঙালি পর্যটক (Bengali Tourist Accident)। গাড়ির মধ্যে থাকা সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ধরে যায়। জ্বলন্ত অবস্থায় খাদে পড়ে যায় গাড়ি। তার ফলেই মৃত্যু হয়েছে ওই পাঁচ বাঙালি পর্যটকের। বুধবার ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা।  

জানা গিয়েছে, মৃত পাঁচজন বাঙালির মধ্যে কলকাতার গড়িয়ার বাসিন্দা তিনজন। বাকি দু’ জনের বাড়ি নৈহাটিতে। জানা গিয়েছে, গত সোমবার তাঁরা উত্তর কাশীতে পৌঁছন। এরপরে ট্রেকিংয়ের পরিকল্পনা ছিল তাঁদের। জানা গিয়েছে, গাড়ি নিয়ে তাঁরা রওনা হয়েছিলেন। সেই গাড়ির মধ্যে সিলিন্ডার রাখা ছিল। পাহাড়ি পথে চলতে চলতে আচমকাই ফেটে যায় সেই সিলিন্ডার। ফলে আগুন ধরে যায় গাড়িতে।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গিনেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন জেলের সাজা, হিংসার আশঙ্কায় শ্রীনগরে জারি কারফিউ

জ্বলন্ত অবস্থায় গাড়িটি খাদে পড়ে যায়। ফলে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে গড়িয়া এবং নৈহাটি এলাকায়। 

প্রসঙ্গত, বুধবার সকালেই ওড়িশায় (Odisha) পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয় বাঙালি পর্যটক। আহত হয়েছেন প্রায় ২৫ জন। হাওড়ার উদয়নারায়ণপুরের সুলতানপুর থেকে ২৩ মে পর্যটকদের নিয়ে একটি বাস ছাড়ে। গন্তব্য ছিল বিশাখাপত্তনম। মোট ৬০ জন বেড়াতে যাচ্ছিলেন বলেই খবর। মঙ্গলবার গভীর রাতে দারিংবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তবে কোনওরকমে চালক বাসটিকে সমতলে নামিয়ে আনেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওড়িশার গঞ্জামের ভঞ্জনগর এলাকায় অর্থাৎ সমতলে পৌঁছতে উলটে যায় পর্যটক বোঝাই বাসটি। 

[আরও পড়ুন: মেয়ের গালে ছোপ, বারবার পাত্রপক্ষের ‘প্রত্যাখ্যানে’র ধাক্কায় অবসাদে ভুগে আত্মহত্যা যুবতীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement