Advertisement
Advertisement

Breaking News

ঝাড়খণ্ড ভোট

মাওবাদী আতঙ্কের মধ্যেই শুরু ঝাড়খণ্ডের প্রথম দফার ভোট, চ্যালেঞ্জের মুখে বিজেপি

মাও হামলা এড়াতে যথাসম্ভব নিরাপত্তা ব্যবস্থা মজবুত করেছে কমিশন।

first phase of polling for the Jharkhand Assembly election
Published by: Subhajit Mandal
  • Posted:November 30, 2019 9:04 am
  • Updated:November 30, 2019 9:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদী আতঙ্কের আবহেই ঝাড়খণ্ডের ১৩ আসনে শুরু হল ভোটগ্রহণ। ৮১ আসন বিশিষ্ঠ ঝাড়খণ্ড বিধানসভায় এবার নির্বাচন হবে পাঁচ দফায়। আজ প্রথম দফায় মোট ১৩ আসনে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি এলাকা মাওবাদীদের গড় হিসেবে পরিচিত। এইসব এলাকায় ভোটগ্রহণের আগে চাপা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে, কমিশনের তরফে মাও হামলা এড়াতে যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি বুথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আধাসেনা। ভোটারদের বারবার আশ্বস্ত করা হচ্ছে। এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে কোনওরকম অপ্রীতিকর ঘটনার খবর নেই।


প্রথম পর্বে মোট ৬টি জেলায় নির্বাচন হচ্ছে। ভোট দেবেন মোট ৩৭ লক্ষ ৮৩ হাজার ৫৫ জন। এদের মধ্যে মহিলা ভোটার ১৮ লক্ষ ১ হাজার ৩৫৬ জন। ছাতারা, গুমলা, বিষ্ণুপুর, লোহারডাঙা, ডালটনগঞ্জ, ছাতারপুরের মতো এলাকাগুলি স্পর্শকাতর। এই এলাকায় এখনও দেখা যায় মাও প্রভাব। তাই সতর্ক প্রশাসন। তবে, মাও আতঙ্ক উপেক্ষা করে ভোটারদের মধ্যে ভোটদানে উৎসাহ চোখে পড়ছে। সকাল থেকেই ভোটকেন্দ্রের সামনে লাইন চোখে পড়েছে অধিকাংশ এলাকায়। মুখ্যমন্ত্রী রঘুবর দাস, স্বরাষ্ট্র অমিত শাহ থেকে শুরু করে হেমন্ত সোরেন পর্যন্ত, সকলেই ঝাড়খণ্ডবাসীকে ভোট দিতে অনুরোধ করেছেন।

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আশ্বাসই সার, গত ৬ বছরে সর্বনিম্ন দেশের আর্থিক বৃদ্ধির হার]


প্রথম রাউন্ডে ১২ টি আসনে প্রার্থী দিয়েছে ঝাড়খণ্ডের শাসক বিজেপি। একটি আসনে তাঁরা সমর্থন করছে নির্দল প্রার্থীকে। এই প্রথম ঝাড়খণ্ডে কোনও জোটসঙ্গী ছাড়াই লড়ছে বিজেপি। তাঁদের দীর্ঘদিনের জোটসঙ্গী অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন পার্টি এবারে আলাদা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, বিজেপির জোট ভাঙলেও বিরোধীরা লড়ছে জোটবদ্ধভাবে। বিরোধী কংগ্রেস প্রথম পর্বে ৬টি আসনে লড়ছে। প্রধান বিরোধী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা লড়ছে ৪টি আসনে। বিরোধী জোটের অপর সদস্য লালুপ্রসাদের আরজেডি লড়ছে বাকি ৪ আসনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement