Advertisement
Advertisement
কেরলে মৃত্যু

কেরলে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু, দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ২০

করোনা আক্রান্তের নিরিখে দেশে প্রথম স্থানে রয়েছে কেরল।

First person died in Kerala by Korona Infection, the death troll is now 20
Published by: Sucheta Chakrabarty
  • Posted:March 28, 2020 1:31 pm
  • Updated:March 28, 2020 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের প্রভাবে কেরলে মৃত ষাটোর্ধ্ব বৃদ্ধ। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম কেরলে মারা গেলেন ৬৯ বছরের এক বৃদ্ধ। দেশের মধ্যে প্রথম করোনায় আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল কেরলেই। করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে দেশে প্রথম স্থান অর্জন করেছে কেরল, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। এপর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা হল ২০ (৩ বিদেশি নাগরিককে ধরলে ২৩)।

শনিবার সকালে কেরলের চুল্লিক্কালের বাসিন্দা ওই বৃদ্ধের মৃত্যু হয়। জানা গিয়েছে, কয়েকদিন আগেই দুবাই থেকে ফিরেছিলেন ওই বৃদ্ধ। তারপরেই গত ২২ মার্চ তাঁর শরীরে কোভিড ১৯ (COVID-19) পজিটিভ ধরা পড়ে। কোচির কালামাসসেরি মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন তিনি। বেশকয়েকদিন ধরেই উচ্চ রক্তচাপ ওহার্টের সমস্যায় আক্রান্ত ছিলেন বৃদ্ধ। আজ কালামাসসেরি মেডিক্যাল কলেজেই মৃত্যু হয় তাঁর। এর আগে মহারাষ্ট্রে ৫ জন, কর্নাটকে ৩ জন, গুজরাতে ৩ জন, মধ্যপ্রদেশে ২ জন এবং দিল্লি, পাঞ্জাব, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, বিহার, হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরে একজন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সেই তালিকায় এবার যোগ হল কেরলও। ইতিমধ্যেই দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় দেড়শো জনের শরীরে মিলেছে করোনার নমুনা। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে নয়শো ছুঁইছুঁই। তবে দেশজুড়ে লকডাউনের পরিস্থিতিতে কীভাবে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে তা নিয়ে চিন্তায় ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে।

[আরও পড়ুন: ‘চেনা শহরটা পালটে গিয়েছে’, মার্কিন মুলুক থেকে লিখলেন বাঙালি ব্যাংকার]

আমেরিকা, ইটালি, স্পেন, ফ্রান্সের মতো প্রথম বিশ্বের দেশগুলিতে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা জেরবার করেছে সেখানকার চিকিৎসকদের। তাদের দেশেও দেখা দিয়েছে মাস্ক, স্যানিটাইজার ও ওষুধের অভাব। তবে করোনা দমনে তৃতীয় বিশ্বের দেশ ভারতকে বাঁচাতে তাই লকডাউনই সঠিক উপায় বলে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

[আরও পড়ুন: ক্রমবর্ধমান আতঙ্কের মধ্যেই শিথিল হল লকডাউন, ছাড় দেওয়া হল কৃষিকাজে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement