Advertisement
Advertisement
Ram Mandir Inauguration

রামমন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত রামলালার মূর্তি, প্রকাশ্যে ছবি

আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা। শিল্পী অরুণ যোগীরাজের তৈরি মূর্তিটি বসানো হয়েছে গর্ভগৃহে।

First glimpse of Ramlala after established in sanctum sanctorum | Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 19, 2024 9:16 am
  • Updated:January 19, 2024 9:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণ প্রতিষ্ঠার আগেই প্রকাশ্যে এল রামলালার নতুন মূর্তির ছবি। তবে চাদরে ঢাকা ছিল মূর্তির মুখ। আগামী ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার পরে মূর্তির মুখ খুলে দেওয়া হবে দর্শনের জন্য। উল্লেখ্য, শিল্পী অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হবে রামমন্দিরে। কষ্টিপাথরে তৈরি ৫১ ইঞ্চি লম্বা মূর্তি ইতিমধ্যেই গর্ভগৃহে প্রবেশ করানো হয়েছে।

[আরও পড়ুন: মোদি নন, রামলালার প্রাণপ্রতিষ্ঠার আচার সামলাবেন যজমান অনিল মিশ্র, জানেন তাঁর পরিচয়?]

বুধবার প্রতীকী মূর্তি বসেছিল অযোধ্যায় মন্দিরের (Ram Mandir) গর্ভগৃহে। যে প্রক্রিয়াকে ‘পরিসর ভ্রমণ’ বলেন পুরোহিতরা। বৃহস্পতিবার ভোরে নেপালের কষ্টিপাথরে তৈরি রামলালার মূল মূর্তিটিকে প্রবেশ করানো হল গর্ভগৃহে। ‘গৃহপ্রবেশে’র আগে একদফা পুজো হয় ভগবানের। এর পর ‘জয় শ্রীরাম’ ধ্বনি সহযোগে ক্রেনের সাহায্যে মন্দিরে ঢোকেন রামলালা। তার পরেই প্রকাশ্যে আনা হয় রামলালার প্রথম ছবি। তবে এখনও পাঁচ বছর বয়সি রামের মুখের দর্শন মেলেনি।

Advertisement
নিজস্ব চিত্র।

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানা গিয়েছে, ২২ তারিখে প্রাণ প্রতিষ্ঠার পরে সাতদিন ধরে পুজো চলবে। ১২১ জন আচার্য যাবতীয় নিয়ম পালন করবেন। ২২ তারিখ বেলা ১২টা বেজে ২০ নাগাদ শুরু হবে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। অযোধ্যায় (Ayodhya) রাজনীতিবিদদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শচীন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি প্রমুখ। থাকবেন বিজ্ঞানী, সমাজকর্মী, সাধু সন্তরাও। সর্বমোট আমন্ত্রিতের সংখ্যা ৭ হাজার জন।

[আরও পড়ুন: প্রেমিকাকে খুন করে আত্মঘাতী! যুবকের মোবাইলেই মিলল অপরাধের সংকেত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement