Advertisement
Advertisement
PM Modi 3.0 Cabinet

শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু মোদির, আবাস যোজনায় বড়সড় বদল?

৭২ জনের ক্যাবিনেট শপথ নিলেও এখনও মন্ত্রক বণ্টন হয়নি। বৈঠকের আগে মন্ত্রক বণ্টন হতে পারে।

First cabinet meeting of PM Modi 3.0 on Monday

ছবি: সংগৃহীত

Published by: Anwesha Adhikary
  • Posted:June 10, 2024 11:25 am
  • Updated:June 10, 2024 1:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সন্ধে সাতটা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। সোমবার বিকেল পাঁচটা থেকেই তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে কাজ শুরু করবেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, সোমবার বিকেল পাঁচটা থেকে বৈঠকে বসবে নতুন মন্ত্রিসভা (cabinet)। অন্তত ২ কোটি বাড়িকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত করা হতে পারে এই বৈঠকে।

রবিবার মোদির (PM Modi) পাশাপাশি মন্ত্রী হিসাবে শপথ নেন ৭২ জন সদ্য নির্বাচিত সাংসদ। নতুন মন্ত্রিসভায় রয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার মনোহরলাল খট্টর, অসমের সর্বানন্দ সোনওয়াল, বিহারের জিতেন রাম মাঝি এবং কর্নাটকের এইচ ডি কুমারস্বামী- সহ ৬ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রেকর্ড গড়ে তৃতীয়বার মন্ত্রিসভায় নির্মলা সীতারমণও। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলায় বাড়ল মৃতের সংখ্যা, শুরু NIA তদন্ত, জঙ্গিদের তল্লাশিতে সেনা

তবে ৭২ জনের ক্যাবিনেট শপথ নিলেও এখনও জানা যায়নি কার হাতে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার আগেই সম্ভবত দপ্তর বন্টনের ঘোষণা হয়ে যাবে। যেহেতু এনডিএর বেশ কয়েকজন শরিক একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি জানিয়ে রেখেছেন, ফলে বিশেষজ্ঞদের নজর থাকবে মন্ত্রক বণ্টনের দিকে। হেভিওয়েট মন্ত্রকগুলি কার হাতে গেল, সেই নিয়েও চলবে চুলচেরা বিশ্লেষণ। পাশাপাশি, সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সাউথ ব্লকে নিজের দপ্তরে যাবেন প্রধানমন্ত্রী। 

জানা গিয়েছে, ৭ লোক কল্যাণ মার্গে মোদির বাসভবনে বৈঠক করবে নতুন মন্ত্রিসভা। বিকেল পাঁচটার এই বৈঠকেই সম্ভবত ২ কোটি বাড়িকে আনা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মধ্যে। শুধু তাই নয়, আবাসের আর্থিক সহায়তা আরও ৫০ শতাংশ বাড়িয়ে দেওয়া হতে পারে বলেই দাবি সূত্রের। উল্লেখ্য, চলতি বছরের অন্তর্বর্তীকালীন বাজেটে পেশের সময়েই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, আরও ২ কোটি বাড়িকে আবাস যোজনার আওতায় আনা হবে। সেই প্রস্তাবেই সিলমোহর পড়তে পারে এই বৈঠকে।

[আরও পড়ুন: কানাডায় টার্গেট কিলিংয়ের শিকার ভারতীয়রা! দুষ্কৃতীদের গুলিতে মৃত পাঞ্জাবি যুবক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement