Advertisement
Advertisement
New Farm Law

ফসলের দাম মেটাতে দেরি, নয়া কৃষি আইনে বেসরকারি সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা

মধ্যপ্রদেশে নজির প্রশাসনের।

Firm Fined Rs 25,000 Under New Farm Law for Delaying Payment to Farmers in MP's Jabalpur | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 16, 2020 2:02 pm
  • Updated:December 16, 2020 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষি আইন (Farm Law) প্রত্যাহারের দাবিতে উত্তাল দিল্লি সীমানা। কেন্দ্রীয় সরকার ও কৃষকদের কয়েকটি সংগঠনের মধ্যে টানাপোড়েন চলছেই। এর মাঝেই এই আইনের অন্য রূপ দেখা গেল মধ্যপ্রদেশে।

বেসরকারি সংস্থা এক কৃষকের কাছ থেকে ফসল কিনেছিল। মান্ডির বাইরেই এই ফসল বিক্রি করেছিল ওই কৃষক। কিন্তু নির্ধারিত দিনের মধ্যে ফসলের দাম মেটায়নি ওই সংস্থা। খবর কানে যেতেই দ্রুত কড়া পদক্ষেপ করল প্রশাসন।

Advertisement

[আরও পড়ুন : কেরলের স্থানীয় নির্বাচনে কংগ্রেসের থেকে এগিয়ে বামেরা, ধারেকাছে নেই বিজেপি]

ওই সংস্থাকে ২৪ ঘণ্টার মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি মোটা টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। আর এই সবটাই করা হয়েছে Farmers’ Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act, 2020 -এর চার নম্বর ধারা অনুযায়ী। অর্থাৎ নতুন কৃষি আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে ওই সংস্থাকে।

জব্বলপুরের এক চাষির থেকে ৩৪০০ বস্তা ধান কিনেছিল শিবশক্তি ট্রেডার্স নামে এক রেজিস্টার্ড সংস্থা। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে দাম মেটায়নি। ইনসপেকশনের সময় এই খবর পান এসডিএম আশিস পান্ডে। এরপরই তিনি সমন পাঠান। খোঁজ খবর নিয়ে বোঝেন অভিযোগ সঠিক। এরপরই ২৪ ঘণ্টার মধ্যে টাকা মেটাতে ওই সংস্থাকে নির্দেশ দেন।

সংস্থা সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যে সাড়ে ২২ লক্ষ টাকা ওই কৃষককে অনলাইনে পাঠিয়ে দেয়। ২৫ হাজার টাকা অতিরিক্ত ফাইনও জমা করতে হয় তাঁদের। নয়া কৃষি আইন কার্যকর হওয়ার পর এটাই প্রখম ঘটনা, যেখানে বকেয়া মেটাতে দেরি হওয়ায় সংস্থাকে জরিমানা করল প্রশাসন। এর আগে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ফসলের দাম না মেটানোয় সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে হেঁটেছিল প্রশাসন।

[আরও পড়ুন : হোমিওপ্যাথ ডাক্তার দিয়ে কোভিডের চিকিৎসা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট]

প্রসঙ্গত, বাদল অধিবেশনে নয়া কৃষি আইন এনেছে কেন্দ্রীয় সরকার। যে আইনে কৃষি মান্ডির বাইরে দেশের যে কোনও প্রান্তে ফসল বিক্রির স্বাধীনতা দেওয়া হয়েছে। এই আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় বিক্ষোভ দেখাচ্ছেন চাষিরা। বারবার আলোচনা করেও সমাধানসূত্র মেলেনি। এরই মাঝে মধ্যপ্রদেশের এই ঘটনা কেন্দ্রীয় সরকারকে নিজেদের পালে হাওয়া টানতে সাহায্য করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement