সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লির (Delhi) আদালত চত্বরে আচমকা চলল গুলি। শুক্রবার সকালে আচমকাই গুলি চলে দিল্লির সাকেত আদালতে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। বৈবাহিক সম্পর্ক ভাল ছিল না, তার জেরেই আদালতে এসে স্ত্রীকে খুন করার পরিকল্পনা করেছিলেন ব্যক্তি। পূর্ব পরিকল্পিতভাবে আইনজীবীর পোশাক পরে আদালতে আসেন ওই ব্যক্তি।
শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ যথারীতি এজলাস শুরু হয় দিল্লির সাকেত আদালতে (Delhi Saket Court)। আচমকাই শোনা যায় গুলির শব্দ। সঙ্গে সঙ্গে কোর্ট চত্বর ঘিরে ফেলে পুলিশ। দেখা যায়, গুলি লেগে আহত হয়েছেন এক মহিলা। গুলি লাগে তাঁর পেটে। এজলাস থেকে বের করে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে শোনা যায় কোনও আইনজীবী নয়, আহত মহিলাকে গুলি করেছেন তাঁর স্বামীই। পরে দিল্লি দক্ষিণের ডিসিপি চন্দন চৌধুরী জানান, অভিযুক্ত ব্যক্তি পেশায় একসময় আইনজীবী ছিলেন। বিভিন্ন অভিযোগে তাঁকে সাসপেন্ড করে বার কাউন্সিল। তিনি আহত মহিলার নামে প্রতারণার মামলা করেছিলেন, শুক্রবার সাকেত আদালতে ছিল সেই মামলার শুনানি। তার আগেই হঠাৎ আক্রমণ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহিলাকে খুন করতেই চার রাউন্ড গুলি চালান অভিযুক্ত ব্যক্তি। আইনজীবী সেজে ভরা আদালতে এসে পরপর চারবার গুলি চালান। আহত হন এক মহিলা আইনজীবী। তাঁর গলায় গুলি লাগে। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আহত হন অভিযুক্তের স্ত্রীও। গুলি লাগে তাঁর পেটে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.