Advertisement
Advertisement

Breaking News

Bhubaneswar-Howrah Jan Shatabdi Express

ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন! আতঙ্কিত যাত্রীরা

ফের দুরপাল্লার ট্রেনে আগুন আতঙ্ক।

Fire reported in Bhubaneswar-Howrah Jan Shatabdi Express । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 7, 2023 8:57 am
  • Updated:December 7, 2023 10:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুরপাল্লার ট্রেনে আগুন আতঙ্ক। ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন। আতঙ্কিত যাত্রীরা।

বৃহস্পতিবার সকালে ঘড়ির কাঁটায় তখন ৬টা ৩৫ মিনিট হবে। ঠিক সেই সময় ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে কটক স্টেশনে দাঁড়িয়েছিল। ২ নম্বর প্ল্যাটফর্মে একটি কোচের নিচ থেকে কালো ধোঁয়া বেরতে থাকে। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। আগুন আতঙ্কে কার্যত গোটা ট্রেনে শোরগোল পড়ে যায়। ট্রেন থেকে নামার চেষ্টা করেন যাত্রীরা।

Advertisement

[আরও পড়ুন: কানু সান্যালের গ্রামে ‘জলকষ্ট’, শুনেই আসরে নামলেন মমতা]

তবে রেল সূত্রে খবর, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সামান্য ধোঁয়া দেখা যায়। তবে তা তেমন বিরাটাকার ধারণ করার আগে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন আতঙ্কের জেরে প্রায় ৩০ মিনিট মতো ট্রেন চলাচল ব্যাহত হয়। তার ফলে গন্তব্যে পৌঁছতে স্বাভাবিকভাবেই কিছুটা ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।

[আরও পড়ুন: লাডলিদের হাত ধরেই মধ্যপ্রদেশে গেরুয়া ঝড়, বেহনাদের পা ধোয়ালেন ‘ভাই’ শিবরাজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement